ঢাকা, মঙ্গলবার, ১৬ পৌষ ১৪৩১, ৩১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

নতুন বন্ধুত্ব হবে মেষের, প্রেমে সাবধান থাকুন বৃষ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
নতুন বন্ধুত্ব হবে মেষের, প্রেমে সাবধান থাকুন বৃষ

প্রেমের ক্ষেত্রে অগ্রগতি খুশিতে ভরিয়ে দেবে। ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করে আনন্দ পাবেন। সম্ভবত আজ কিছু নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে, যা লাভজনক হবে। যাত্রাযোগ শুভ।

আজ কেমন যাবে
তারিখ- ১১/১২/২০১৬

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেমের ক্ষেত্রে অগ্রগতি খুশিতে ভরিয়ে দেবে। ছোটবেলার বন্ধুর সঙ্গে দেখা করে আনন্দ পাবেন।

সম্ভবত আজ কিছু নতুন মানুষের সঙ্গে বন্ধুত্ব গড়ে উঠবে, যা লাভজনক হবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬২

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
পরিবারের সদস্যদের সঙ্গে বিবাদের সম্ভাবনা আছে। সুতরাং কথায় ও ব্যবহারে সংযত থাকুন। অহেতুক বিতর্ক এড়িয়ে চলুন। আর্থিক বিনিয়োগের জন্য দিনটি শুভ নয়। প্রেমের বিষয়ে সাবধান থাকুন। অধিক খরচের সম্ভাবনা আছে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন: (২২মে – ২১ জুন)
পারিবারিক পরিবেশ ইতিবাচক থাকবে। বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের কাছ থেকে উপহার পাওয়ার আশা রাখতে পারেন। জীবিকার ক্ষেত্রে সুফল পাবেন। ঊর্ধ্বতনরা আপনার কাজে সন্তুষ্ট হবেন। অনুকূল পরিস্থিতিকে কাজে লাগিয়ে প্রেমের সমস্যা করতে পারবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
প্রেমের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল হবে না। দৈনন্দিন কাজ সময়ে শেষ করতে না পারায় হতাশা ঘিরে ধরতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো। অফিসের কাজে আজ সারাদিন আপনি ব্যস্ত থাকবেন। শিক্ষায় উন্নতি।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
সবাই আপনার সুন্দর দিকটি দেখতে পাবেন। নতুন প্রকল্প হাতে নেওয়ার জন্য এটি উপযুক্ত সময়। একটি ছোটো ভ্রমণের সম্ভাবনা আছে। প্রেমের সমস্যা সমাধানের ফলে মানসিকভাবে শান্ত বোধ করবেন। আপনার বিরোধীরা আজ পরাজিত হবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২৩

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
সম্পত্তি সংক্রান্ত কাগজপত্র নিয়ে কাজ করার সময় সাবধান থাকুন। সম্ভব হলে আজ বাইরে যাওয়ার পরিকল্পনা বাতিল করুন। পারিবারিক পরিবেশ অনুকূল হবে না। প্রেমিক –প্রেমিকার সঙ্গে ব্যবহারে সংযত থাকুন। এমন কোনো পরিস্থিতিতে জড়াবেন না, যা অপমানজনক হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯১

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
ক্যারিয়ারে সাফল্য পেতে কঠোর পরিশ্রম করতে হবে। প্রেম নিয়ে দুশ্চিন্তা আজ ভোগাবে। আর্থিক বিষয় আপনাকে হতাশ করতে পারে। অনৈতিক ও বেআইনি বিষয় থেকে সাবধানে থাকুন। বুদ্ধিজীবী আলোচনায় আজ অংশ না নেওয়াই ভালো। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৫১

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেম এবং দাম্পত্যে সন্দেহ ও হতাশা আজ আপনাকে চেপে বসবে। যেটি মনকে ভারাক্রান্ত করে তুলতে পারে। কাজে বাধার মুখে পড়তে পারেন। সহকর্মীদের কাছ থেকে খুব সামান্য সহযোগিতা পাবেন। ঊর্ধ্বতনদের সঙ্গে কাজ করার সময় সাবধান থাকুন। কঠোর পরিশ্রম করেও আশানুরূপ ফল না পাওয়ায় হতাশ হয়ে পড়তে পারেন। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কর্মক্ষেত্রে দিনটি অনুকূল হবে। আর্থিক লাভের দিক থেকেও দিনটি শুভ। বাবা-মায়ের পক্ষ থেকে লাভ হওয়ারও সম্ভাবনা আছে। পুরনো প্রেমের স্মৃতি আজ আপনার মনে ঘুরে-ফিরে আসতে পারে। যদিও আজ কোনো ভ্রমণের সম্ভাবনা নেই। সামাজিক মর্যাদা অর্জন করবেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা:  ৪১

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
ক্রোধ ক্ষতিকর, তাই ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। মানসিক ও শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। সাবধানে কথাবার্তা বলুন, প্রেমের ক্ষেত্রে ঝগড়া এড়িয়ে চলতে পারবেন। মাত্রাতিরিক্ত খরচ আর্থিক সংকটের সৃষ্টি করতে পারে। অহেতুক খরচ এড়িয়ে চলুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
ব্যবসায়ীরা তাদের নিজস্ব প্রকল্পগুলোতে বিনিয়োগ করে তাদের ব্যবসাকে আরও বাড়িয়ে তুলতে পারবেন। ভবিষ্যতের জন্য পরিকল্পনা করতে পারেন। প্রেমের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন। কাজের চাপ আজ বেশি থাকবে। শুভ দিক উত্তর।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৭

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
প্রকল্পগুলোতে সরকারি সহায়তা পাওয়ার সম্ভাবনা আছে। কাজের সূত্রে বিভিন্ন জায়গায় যেতে হতে পারে। কাজের চাপে ভারাক্রান্ত হয়ে পড়তে পারেন। তবে প্রেমে সাফল্য উদ্দীপনা বাড়াবে। পরিবারে সুখ ও স্বাচ্ছন্দ্য বজায় থাকবে। ইতিবাচক মানসিকতা আজকের দিনটিকে আনন্দ মুখর করে তুলবে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৬
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।