ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

অলসতা সিংহের, বেফাঁস কথায় পস্তাতে হবে মীন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৭
অলসতা সিংহের, বেফাঁস কথায় পস্তাতে হবে মীন রাশিফল লোগো

আজ কেমন যাবে
তারিখ- ১১/০৪/২০১৭

 

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
সৃষ্টিশীল হয়ে উঠবেন। প্রেম নিয়ে কিছুটা কল্পনার জগতে থাকবেন।

ছাত্রদের জন্য অত্যন্ত ভালো দিন। কাজের বিষয়ে চিন্তাশীল থাকবেন। যাত্রা শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কাজের জায়গায় উচ্চতার শিখরে পৌঁছবেন। কর্মক্ষেত্রে দৃষ্টান্তমূলক সাফল্য পাবেন এবং প্রচুর প্রশংসিত হবেন। ব্যবসার সহকর্মীরা বন্ধুত্বপূর্ণ ব্যাবহার করবে। প্রেমিক-প্রেমিকার সময়গুলো নিশ্চিতভাবেই খুব মধুর হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তরতাজা বোধ করবেন। শুভ দিক উত্তর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন)
দিনটি অতীব বর্ণময় হবে। ব্যবসা বাড়বে। আয় বাড়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে এবং সমাজে ভাবমূর্তির দৃষ্টান্তমূলক উন্নতি ঘটবে। ছোট ভ্রমণের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
নতুন কোনো প্রকল্প হাতে নেওয়ার জন্য আজকের দিনটি শুভ নয়। নতুন কোনো সম্পর্কও আজ শুরু করা উচিৎ নয়। ব্যবহারে সাবধানতা অবলম্বন করুন। মাত্রাতিরিক্ত খরচ করবেন না। ধ্যান ও প্রার্থনা করুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
ঊর্ধ্বতন ব্যক্তিরা জটিল পরিস্থিতির সৃষ্টি করতে পারেন, এতে দুঃখ পাবেন এবং মানসিক হতাশায় ভুগবেন। অলস বোধ করবেন। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার পক্ষে আজকের দিনটি যথাযোগ্য নয়। প্রেমযোগ মিশ্র। যাত্রা শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ব্যবসা অথবা কর্মক্ষেত্র যথেষ্ট উজ্জ্বল। ঊর্ধ্বতন কর্মীর সঙ্গে গুরুত্বপূর্ণ আলাপচারিতার সম্ভাবনা রয়েছে। পদোন্নতির প্রবল সম্ভাবনা বিদ্যমান। কর্মক্ষেত্রে সবকিছু আপনার মন মতো হবে। প্রেম যোগ শুভ। শুভ দিক দক্ষিণ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
দিনটি আনন্দে কাটবে। লাভের যোগ বিদ্যমান। প্রেমের ক্ষেত্রে বন্ধুরা বিশেষ ভূমিকা পালন করবে। বন্ধুদের সঙ্গে সুন্দর কোনো স্থানে ভ্রমণের সম্ভাবনা আছে। সন্তানদের থেকে সুখবরের আশা রাখতে পারেন। আর্থিক যোগ শুভ।

শুভ রং সাদা, শুভ সংখ্যা : ১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
প্রেমের অনুভূতি মনের মধ্যে খুশির ভাব জাগিয়ে তুলবে। মানসিকভাবে কিছুটা অস্থির থাকবেন। কাউকে কোনো প্রতিশ্রুতি দেবেন না। কোনোরকম ঝগড়া থেকে বিরত থাকুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
বন্ধুবান্ধবের সঙ্গে হাসি, মজা এবং উৎসবমুখরতায় দিনটি কাটাবেন। ভ্রমণের সম্ভাবনা আছে। সুস্বাদু আহার এবং মিষ্টান্নের আশা রাখতে পারেন। অর্থ লাভের সম্ভাবনা আছে। প্রেমযোগ মিশ্র। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৪

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
কাজের ক্ষেত্রে পিছিয়ে পড়লেও অধিক পরিশ্রমের দ্বারা পূর্ব পরিকল্পনা মাফিক সেটিকে সময়েই শেষ করতে সক্ষম হবেন। অর্থজনিত বিষয়গুলোতে ক্ষয়ক্ষতি ও ব্যর্থতার শঙ্কা। প্রেমে সফলতা আনন্দ দেবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সুস্থ থাকবেন, মানসিকতা সুন্দর থাকবে। চনমনে এবং উৎসাহিত বোধ করবেন প্রেমের অনুভূতির ক্ষেত্রে বেশ উদ্বুদ্ধ থাকবেন। শৌখিন ও সৃষ্টিশীল মানসিকতা পোষণ করবেন। উত্তম আহারের সম্ভাবনা আছে। আর্থিক যোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অনুভূতি এবং ধারণাগুলোতে নিজেকে হারিয়ে ফেলবেন না এবং এমন কিছু কথা বলবেন না যেগুলোর জন্য ভবিষ্যতে পস্তাতে হতে পারে। মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। সম্পত্তি সংক্রান্ত কোনো আলাপ-আলোচনা অথবা বিতর্কে জড়াবেন না। সাবধানে গাড়ি চালান। প্রেমযোগ মিশ্র। জল থেকে দূরে থাকুন। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১৭
আইএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।