ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রেমে সফলতার সম্ভাবনা কুম্ভের, বৃশ্চিকের ভ্রমণে বাধা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০১৭
প্রেমে সফলতার সম্ভাবনা কুম্ভের, বৃশ্চিকের ভ্রমণে বাধা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ১৫/০৪/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
বুদ্ধির দোষে কাজের ক্ষতি হতে পারে। উচ্চ ব্যক্তির কাছে অপমানিত হতে পারেন।

পিতার শরীর নিয়ে কোনও সমস্যা বাড়তে পারে। প্রেমের জন্য ভাল সুযোগ আসতে পারে। সম্পত্তি নিয়ে কোনও বিবাদ অনেক দূর যেতে পারে। গঠনমূলক কাজের জন্য উন্নতি লাভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩১

বৃষ বৃষ: (২১ এপ্রিল-২১ মে)
কোনও দ্রব্য চুরি বা হারাতে পারে। শরীরের খরচ বাড়তে পারে। ব্যবসার দিকে কোনও ভাল লোকের জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে। প্রেম যোগে বাধা আছে।

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২৫

মিথুন মিথুন: (২২মে-২১ জুন)
বাড়িঘর নির্মাণের জন্য যোগাযোগ বা কথাবার্তা ভাল হবে। কাজের চাপের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। প্রেমের সম্পর্কে বন্ধুকে নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে। বিবাহ ব্যাপারে কোনো বিশেষ আলোচনা হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৯

কর্কট কর্কট: (২২ জুন-২২ জুলাই)
যুক্তিপূর্ণ কথাতে শত্রু পিছু হাঁটতে পারে। ব্যবসার দিকে ভাল অর্থ আসার যোগ আছে। ব্যবসার জন্য দূরে যেতে হতে পারে। গুরুজনের জন্য খরচ বাড়তে পারে। স্ত্রীর ব্যবহার খারাপের জন্য মনো কষ্ট বৃদ্ধি পাবে। চাকরির স্থানে কোনো উন্নতির সুযোগ আসবে। প্রেম যোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ২

সিংহ সিংহ: (২৩ জুলাই-২৩ আগস্ট)  
রাস্তা ঘাটে চলাফেরাতে একটু সাবধান থাকা দরকার। চাকরির স্থানে প্রচুর কাজের চাপ বাড়তে পারে। ডাক্তারের খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে কোনো বিবাদ মানসিক চাপ বাড়াতে পারে।
 
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৬

কন্যা কন্যা: (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর)  
বেকারদের জন্য কাজের ভাল খবর আসতে পারে। অর্থ ব্যাপারে চাপ কম থাকবে। বাড়িতে অনেক অতিথি আসতে পারে। প্রেম যোগ মিশ্র। আইনির কোনো কাজের জন্য খরচ বাড়তে পারে। লিভারের সমস্যা বাড়তে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর)
প্রেমের ব্যাপারে মনের দিক দিয়ে চাপ বাড়তে পারে। বিবাহের জন্য বাড়িতে কোনো আলোচনা হতে পারে। চাকরির স্থানে কাজের দায়িত্ব বাড়তে পারে অর্থ ব্যাপারে কোনো চাপ থাকতে পারে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর-২২ নভেম্বর)
পেটের কোনো সমস্যার জন্য ভ্রমণে বাধা আসবে। ব্যবসার দিকে কোনো অশান্তি নিয়ে একটু চিন্তা বাড়তে পারে। সামান্য কোনো বিবাদ অনেক দূর যেতে হতে পারে। প্রেমের সম্পর্কে উন্নতি হবে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ২

ধনু ধনু: (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর)
বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে অশান্তি বাধার সম্ভাবনা আছে। আত্মীয়ের সঙ্গে অশান্তি বাড়তে পারে। তবে ব্যবসার দিকে কোনো অর্থ সাহায্য ভাল পাবেন। বাড়িতে কোনো সম্পত্তি নিয়ে বিবাদ অনেক দূর পর্যন্ত যেতে পারে। শত্রুর জন্য প্রেমের সম্পর্কে ক্ষতির যোগ আছে।
 
শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১

মকর মকর: (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি)  
নিজের কোনো আত্মীয়ের জন্য ব্যবসার দিকে ক্ষতি হতে পারে। বাড়িতে কোনো মূল্যবান দ্রব্য চুরি হওয়ার যোগ আছে। দূরে কোনো স্থানে ভ্রমণের আলোচনা বন্ধ রাখা ভাল হবে। মধ্যভাগে ডাক্তারের খরচ বাড়তে পারে। শুভ দিক উত্তর। প্রেম যোগ শুভ।
 
শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)  
অংশীদারি কোনো ব্যবসায় ভাল সাফল্য আসতে পারে। প্রেমের সমস্যার জন্য অবসাদ কাজের ক্ষতি করতে পারে। পারিবারিক বিবাদ বাড়ির পরিবেশ গরম করে তুলতে পারে। প্রেমে সফলতা আসতে পারে। শুভ দিক দক্ষিণ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ২১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
মানসিক অস্থিরতা কাজের ক্ষতি আনতে পারে। শত্রুর দ্বারা কোনো ক্ষতি হতে পারে। ব্যবসার দিকে নতুন কোনোকিছু শুরু হতে পারে। স্বামী-স্ত্রী চেষ্টায় কোনো সমস্যার সমাধান হতে পারে। বাড়তি খরচ একটু চিন্তায় ফেলতে পারে। যাত্রা যোগ শুভ।

শুভ রং: আকাশী, শুভ সংখ্যা: ১০

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৭
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।