ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

তর্ক এড়ান মকর, সামাজিক কাজে সম্মান মিথুনের

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
তর্ক এড়ান মকর, সামাজিক কাজে সম্মান মিথুনের আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১৯/০৪/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
দেরিতে হলেও প্রতিভার বিকাশ ঘটাতে পারবেন। সন্তানের ব্যাপারে চিন্তা বাড়তে পারে।

ব্যবসায় চাপ বাড়বে। খেলাধুলার দিকে খুব ভালো সুযোগ আসতে পারে। চাকরির স্থানে বিবাদের সমাধান। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কাজের প্রেরণা পাবেন। বাজে চিন্তার জন্য কাজের ক্ষতি হতে পারে। ব্যবসার জন্য যেতে হতে পারে দূরে। জলপথে কোনো বিপদ। বাবার সঙ্গে কোনো আলোচনা সফল হতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে শুভ ফল লাভ হবে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
বিপদে বন্ধুদের সাহায্য পাবেন। নিজের মতে সম্পত্তি নিয়ে কিছু না করা ভালো হবে। সম্মান বাড়তে পারে কোনো সামাজিক কাজের জন্য। অপরের উপকারের জন্য নিজের স্বার্থ ত্যাগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১০

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
চাকরির স্থানে কোনো প্রকার নিন্দা বাড়তে পারে। অর্থচাপের জন্য চিন্তা। গুরুজনের সঙ্গে তীর্থ ভ্রমণ হওয়ার আলোচনা হতে পারে। প্রতিবেশীর সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। নতুন মানুষের সঙ্গে পরিচয় প্রেমের প্রস্তাব পর্যন্ত গড়াতে পারে।
 
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কোনো কাজের জন্য রাগ, উত্তেজনা বাড়তে পারে। কাজের চাপ বাড়বে। দুপুরের পরে কোনো মনের আশা পূরণ হতে পারে। দেরিতে হলেও পড়াশোনার জন্য সাফল্য লাভ। নতুন প্রেমের যোগ।

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৭

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ব্যবসার দিকে কোনো অশান্তি থেকে মুক্তি। মামলার জন্য দিনটি ভালো। শরীরের কোনো অংশে যন্ত্রণা বাড়তে পারে। গুরুজনের সঙ্গে কোনো তর্ক হতে পারে। অর্থচাপ বাড়তে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
ব্যবসার দিকে প্রসার লাভ। কিছু পাওনা আদায় হওয়ার যোগ। বাড়িতে অনেক আত্মীয় আসতে পারে। শুভ যোগাযোগ ভালো। মাথা যন্ত্রণা বাড়বে। প্রেম ও দাম্পত্যে শুভযোগ বর্তমান।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১০

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ব্যবসার দিকে বিবাদ আসতে পারে। নেশায় আসক্তি বাড়তে পারে। সম্পদ বিক্রি থেকে সঞ্চয় বাড়বে। প্রেমযোগ শুভ। বাড়তি খরচের যোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
সন্তানের জন্য হতাশা। পায়ে কোনো প্রকার আঘাত লাগতে পারে। প্রিয়জনের সঙ্গে বাজে ব্যবহার। কর্ম পরিবর্তন হওয়ার যোগ। প্রেমযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২০

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
পরিচিতি কোনো ব্যক্তির জন্য অর্থক্ষতি। ব্যবসার দিকে অধিক ব্যয়। কোনো তর্ক থেকে বিবাদ। গুরুজনের শরীর নিয়ে চিন্তা বাড়বে। প্রেমের সম্পর্ক নিয়ে পরিবারের মতামতে ইতিবাচক সাড়া।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সামাজিক কোনো সম্মান লাভের জন্য মনে আনন্দ। শরীর খারাপের জন্য খরচ বাড়বে। ব্যবসায় কর্মচারী নিয়ে কোনো সমস্যা বাড়তে পারে। বাড়িতে আত্মীয়ের চাপ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
ব্যবসার দিকে খুব ভালো ফলের আশা করতে পারেন। আগুন থেকে সাবধান থাকুন। কোনো জটিল সমস্যার সমাধান হতে পারে। প্রেমযোগে আত্মীয়ের ইতিবাচক প্রভাব থাকবে।
 
শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

বাংলাদেশ সময়: ০৬৪৪ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।