ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

চাকরিক্ষেত্রে সুনাম মীনের, মিথুনের কাজে বাধা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৭
চাকরিক্ষেত্রে সুনাম মীনের, মিথুনের কাজে বাধা রাশি প্রতিকী

 

আজ কেমন যাবে

তারিখ: ৩০/০/২০১৭

 

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 

নতুন প্রেমের সম্পর্কে বাধা আসবে। বাধায় ভয় না পেয়ে এগিয়ে যেতে হবে।

ব্যবসার দিকে ক্ষতি। কাজের কারণে চিন্তা বাড়বে। কোনো ব্যক্তির শরীর নিয়ে খরচ বাড়তে পারে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 
পড়াশোনার জন্য শুভ যোগাযোগ হতে পারে। মনে আশা বাড়তে পারে। তবে আশার সঙ্গে বাস্তবের মিল নাও থাকতে পারে। প্রেমে আশাভঙ্গের যোগ। শত্রু থেকে কোনো বিপদ। ব্যবসার দিকে চিন্তা। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৫

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
কোনো আত্মীয়ের তরফে প্রেমে বাধা আসতে পারে। বাড়তি কোনো খরচের জন্য বাড়িতে বিবাদ শুরু হতে পারে। কাজের দিকে বাধা। পেটের সমস্যা ভোগাতে পারে। যাত্রাযোগে বাধা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
প্রেম ও দাম্পত্য সম্পর্কে বিবাদ থেকে দূরে থাকুন। বিবাদ সম্পর্কে সমস্যা সৃষ্টি করতে পারে। ভালো সুযোগ অবশ্যই কাজে লাগান। কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় চাপ বাড়বে। শরীরে কোনো রোগের কারণে খরচ বাড়তে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
প্রেমের ক্ষেত্রে সম্পর্কের ওঠা-পড়া চলতে থাকবে। বাজে কোনো লোকের সঙ্গে থাকার জন্য ক্ষতির সম্ভাবনা। কাজের ব্যাপারে উৎসাহ বাড়বে। ব্যবসার দিকে বাধা আসতে পারে। রক্তচাপ বাড়তে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৬

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম নিয়ে পরিবারে সমস্যা, বিরোধ দেখা দিতে পারে। শরীরের কষ্ট বাড়তে পারে। বাড়িতে কোনো অশান্তির জন্য মানসিক চাপ বাড়বে। কর্মচারী নিয়ে কোনো বিবাদ হতে পারে। ব্যবসার দিকে সমস্যার সমাধান হবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
প্রেমের ক্ষেত্রে দূরত্ব কমবে। কাজের ব্যাপারে নতুন যোগাযোগ আসতে পারে। চোখের সমস্যার জন্য কাজের ক্ষতি। পাওনা আদায়ের জন্য দিনটি ভালো। গুরুজনের শরীর নিয়ে চিন্তা।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
আপনার প্রেম কোনো আত্মীয়ের হিংসার কারণ হতে পারে। সামাজিক কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে। পড়াশোনার জন্য বিদেশে যাওয়ার আলোচনা হবে। একটু সাবধানে চলাফেরা করুন, আঘাতের সম্ভাবনা আছে। ব্যবসার দিকে খরচ বৃদ্ধি।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সময় কাটানোর সুযোগ পেতে পারেন। ভাইয়ে ভাইয়ে বিবাদ থেকে সাবধান থাকুন। ডাক্তারদের জন্য ভালো খবর আসতে পারে। পেটের কোনো সমস্যা বাড়বে। ব্যবসায় চাপ বাড়তে পারে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২০

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
বন্ধুর সাহায্যে নতুন প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। ব্যবসার দিকে খুব ভালো ফল পাবেন না। ভ্রমণে না যাওয়াই ভালো হবে। পড়াশোনার জন্য চিন্তা বাড়বে। প্রেমের ব্যাপারে কোনো বিবাদ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
ব্যক্তিগত সম্পর্ক কাজে বাধা হয়ে দাঁড়াতে পারে। প্রেমযোগে ভুল সন্ধানের মাসুল গুনতে হবে। কোনো দুর্বলতা সমস্যার কারণ। পুরনো সম্পত্তি লাভের যোগ। বাড়তি খরচ থেকে সাবধান থাকা দরকার।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১১

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে। পড়ে থাকা কাজ সেরে ফেলুন, শুভ যোগ আছে। গুরুজনের সাহায্যে বিপদ থেকে উদ্ধার পেতে পারেন। চাকরির স্থানে ভালো কাজের জন্য সুনাম হবে। অর্থের অবস্থা ভালো থাকবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০,২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।