ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মকরের শুভ লাল, বৃষের সাদা

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, মে ২৪, ২০১৭
মকরের শুভ লাল, বৃষের সাদা রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৫/০৫/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
স্বপ্নের জগতে বাস করবেন। সৃজনশীল ক্ষমতাগুলি উচ্চতার শিখরে উঠবে।

কোনো শুভ অনুষ্ঠানে যোগ দিতে পারেন, যেখানে বন্ধু ও পরিবারের সঙ্গে ভালো সময় কাটাবেন। প্রেম নিয়ে কিছু অপ্রীতিকর ঘটনা দুঃখ দিতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
মানসিকভাবে যথেষ্ট সুস্থির থাকবেন। ফলত সব কাজে ভালো ফল পাবেন। হজম সংক্রান্ত কিছু সমস্যায় ভুগতে পারেন। বাইরে খাওয়া-দাওয়া এড়িয়ে চলাই উচিত। বইপড়া ও লেখালেখির প্রতি আগ্রহ দেখা দেবে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯৯

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
উৎসাহ-উদ্দীপনায় কোনো ঘাটতি দেখা দেবে না। অন্যদের সঙ্গে সম্পর্ক বন্ধুত্বপূর্ণ থাকবে। স্বাস্থ্য ভালো থাকবে। বাড়ির বাইরে খাওয়া-দাওয়া এড়িয়ে চলুন। প্রেমের দিকে খেয়াল রাখুন। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮১

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আনন্দের বার্তা আসবে। আগের অসম্পূর্ণ ও শুরু করা যাবতীয় কাজ আজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা। পারিবারিক পরিবেশ বন্ধুত্বপূর্ণ হবে। প্রেম ও নিজের অন্য সম্পর্কগুলিও দৃঢ় হবে। যাত্রাযোগ শুভ।


শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কাজে কিছু পরিবর্তন লক্ষ্য করবেন সব ক্ষেত্রে। কিছু ক্ষেত্রে তা নেতিবাচক প্রভাবও ফেলতে পারে। তবে সপ্তাহের মাঝামাঝি সময়ে অবস্থার উন্নতি হতে শুরু করবে। ব্যবসায়ীরা লাভের জন্য নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন। যাত্রাযোগে বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২৩

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
প্রেম নিয়ে সাবধানতা অবলম্বন করা দরকার। শারীরিক অসুস্থতা মানসিক দুশ্চিন্তায় ভোগাতে পারে। কাজগুলি সম্ভবত সময়ের মধ্যেই শেষ করতে পারবেন। অস্বাস্থ্যকর খাদ্য যতদূর সম্ভব এড়িয়ে চলুন। বেড়াতে গেলে কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
বিতর্কিত বিষয়ে মুখ বন্ধ রাখাই বুদ্ধিমানের কাজ হবে। দিনটি শান্তিপূর্ণভাবে কেটে যেতে দিন। কোনোরকম পূর্বপরিকল্পনা ছাড়া কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। স্বাস্থ্যের ক্ষেত্রেও দিনটি সাধারণ। প্রেম নিয়ে সমস্যায় ক্লান্ত ও বিধ্বস্তবোধ করতে পারেন। আর্থিকযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ৫১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
পরিবার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনায় অংশ নিতে পারেন। বিনিয়োগের জন্য দিনটি শুভ। সন্ধ্যাবেলা প্রিয়জনের সঙ্গে কোনো মনোরম ও শান্তিপূর্ণ স্থানে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করুন। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ২২

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কোনো ঘটনা হতাশ করে তুলবে। মায়ের স্বাস্থ্য খুব ভালো থাকবে না। বাড়ি ও সম্পত্তি সংক্রান্ত বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন না। প্রেমযোগ শুভ। সাবধানতা অবলম্বন করুন। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৪১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
দোদুল্যমান মানসিকতাকে নিয়ন্ত্রণে করতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে নিজের লক্ষ্যে স্থির ও মানসিক দৃঢ়তা বজায় রাখার চেষ্টা করুন। ভ্রমণের পরিকল্পনা করতে পারেন, তাতে পরিবারের সঙ্গে সময় কাটিয়ে মন ভালো হয়ে যাবে। প্রেম নিয়ে সমস্যার যোগ আছে। যাত্রা শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৭

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
কর্মব্যস্ততা আপনাকে চেপে ধরতে পারে। মায়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে, যত্ন নিন। নতুন কোনো প্রকল্প শুরু করলে সাফল্য নাও পেতে পারেন। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৭

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সন্ধ্যার পর সময় উপভোগ করবেন। সময়টি অনেক শান্তিময় ও আনন্দমুখর হবে। পরিবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশ সৃজনশীল কাজে যোগ দিতে উৎসাহিত করবে। সামাজিক স্বীকৃতি ও আর্থিক লাভের সম্ভাবনা। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১৭

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, মে ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।