ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

প্রতিযোগিতামূলক কাজে বাধা কন্যার, কর্কটের প্রেমে জটিলতা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৬ ঘণ্টা, জুন ৯, ২০১৭
প্রতিযোগিতামূলক কাজে বাধা কন্যার, কর্কটের প্রেমে জটিলতা আজকের রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১০/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
জমি কেনাবেচার জন্য কিছু সমস্যা নিয়ে ব্যস্ত হতে হবে। পেটের কোনো সমস্যার জন্য চাকরির স্থানে সময় নষ্ট হতে পারে।

অর্থ সমস্যায় ব্যবসায় ক্ষতি। বহুমুখী প্রতিভার জন্য সুনাম অর্জন। নতুন চেষ্টায় সাফল্য মিলতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২২

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
সম্পত্তি কেনার পরিকল্পনা করার আগে পরিবারের গুরুজনদের পরামর্শ নিন। প্রেম নিয়ে বিভিন্ন চিন্তা আসবে মাথায়। বন্ধুর সাহায্যে বিপদ থেকে উদ্ধার পাবেন। নতুন ব্যবসায় টাকা পয়সা লাগাতে পারেন। বিবাহের জন্য শুভ সময় আসছে অর্থ সমস্যা একটু একটু করে কাটবে । শুভ দিক দক্ষিণ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
বাড়ি নির্মাণ বিষয়ে নতুন কোনো যোগাযোগ হতে পারে। বাড়িতে কোনো আনন্দ অনুষ্ঠান। কর্মস্থানে কোনো ভালো লোকের সঙ্গে পরিচয় হতে পারে। চেষ্টায় সাফল্য। প্রেমের সমস্যা বাড়তে পারে। শিল্পীদের জন্য ভালো সময় আসছে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
কোনো আত্মীয় বা আত্মীয়ের সম্পত্তি না কেনাই শ্রেয়। শরীরের জন্য খরচ হতে পারে। সন্তান নিয়ে পাশের বাড়ির সঙ্গে বিবাদ। কর্মক্ষেত্রে পরিশ্রম বাড়বে। প্রেম নিয়ে জটিলতা কমবে। শুভ দিক উত্তর।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
সম্পত্তি নিয়ে সমস্যা বাড়তে পারে। পেটের যন্ত্রণায় কষ্ট পেতে পারেন। বাড়তি উপার্জনের আগে বারবার চিন্তা করুন। মধ্যভাগে অতিরিক্ত কাজের চাপের জন্য শরীর নিয়ে কষ্ট বাড়তে পারে। প্রেমযোগ মিশ্র। আর্থিকযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :৫

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
সম্পত্তির ভাগ-বণ্টন নিয়ে জটিলতা বাড়বে। প্রেমের কারণে মানসিক কষ্ট আসতে পারে। ব্যবসার দিক দিয়ে দিনটি ভালো। বিনিয়োগ ভালো হবে না। কোনো প্রতিযোগিতামূলক কাজে বাধা। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
সম্পত্তি সমস্যার সমাধান। পরিবারের সবাইকে নিয়ে দূরভ্রমণের পরিকল্পনা হতে পারে। প্রিয়জনের কাছে কষ্ট পেতে পারেন। প্রেমযোগ মিশ্র। নতুন আয়ের পথ সন্ধান আসতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং: নীল: শুভ সংখ্যা : ৯

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
জমি-বাড়ি ছাড়াও অন্য সম্পত্তি কিনতে পারেন। খরচ বাড়লে সঞ্চয় কম হবে। সংসারের সমস্যা মেটাতে গিয়ে সমস্যা বাড়বে। ব্যস্ততার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। যানবাহনে খরচ বাড়বে। প্রেম-বিয়ে নিয়ে বাবার সঙ্গে মতের অমিল হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
স্বামী–স্ত্রীর চেষ্টায় নতুন গাড়ি বা মূল্যবান ধাতু কেনার পরিকল্পনা সফল হবে। অপ্রিয় সত্য কথা বলার জন্য আত্মীয়ের সঙ্গে বিবাদ। শরীর নিয়ে সমস্যা বাড়তে পারে। উচ্চশিক্ষার জন্য ভালো সুযোগ হাতছাড়া হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৯

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
সম্পত্তি রক্ষা ও পুনর্নির্মাণের জন্য খরচ বাড়তে পারে। কাজের জন্য বিদেশে যেতে হতে পারে। পড়াশোনার জন্য ভালো সুযোগ আসার সম্ভাবনা। প্রেমযোগ শুভ। অতিরিক্ত রাগের কারণে বাড়িতে বিবাদ আসতে পারে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১২

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
সম্পত্তি বিক্রি করার পরিকল্পনা থাকলে আরও কিছুটা সময় নিন। অর্থক্ষতি হওয়ার জন্য ব্যবসার দিকে পণ্যের যোগান ঠিক থাকবে না। আইনি কাজের জন্য দূরে যেতে হতে পারে। পরিবারের কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। ঋণগ্রহণ থেকে দূরে থাকুন। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
সম্পত্তি নিয়ে মা-বাবা সঙ্গে সমস্যা হতে পারে। পায়ের আঘাতের জন্য কাজের ক্ষতি। প্রভাবশালী ব্যক্তির জন্য ব্যবসার দিকে উপকার পেতে পারেন। কাজের দিকে অনীহা আসার জন্য উচ্চ ব্যক্তির কাছে অপমান। জেদ বশত প্রেমের ক্ষেত্রে সম্পর্ক খারাপ হতে পারে। শুভ দিক পশ্চিম।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১০, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।