ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

গঠনমূলক কাজে সাফল্য বৃষের, কর্কটের ব্যবসায় চাপ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, জুন ১৭, ২০১৭
গঠনমূলক কাজে সাফল্য বৃষের, কর্কটের ব্যবসায় চাপ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ১৮/০৬/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
শরীর খারাপের জন্য খরচ বাড়তে পারে। হারানো কোনো সম্পত্তি ফেরত  পেতে পারেন।

কোনো বাহন কেনার জন্য বাড়িতে আলোচনা হবে। ভাই–বোন মিলে কোনো ভ্রমণ হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
অর্থের ব্যাপারে চাপ বাড়তে পারে। কর্মস্থানে কাজের জন্য সম্মান বাড়বে। নিজের বুদ্ধির জোরে কোনো বিপদ থেকে উদ্ধার পাবেন। গঠনমূলক কোনো কাজে সাফল্য লাভ। বাড়িতে কোনো অতিথির জন্য খরচ বাড়বে। চাকরির স্থানে কোনো নারীর সঙ্গে বিবাদ হতে পারে। প্রেমযোগ মিশ্র। শুভ দিক পশ্চিম।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৫

মিথুন মিথুন: (২২মে – ২১ জুন)
নতুন কাজের যোগাযোগ আসতে পারে। দীর্ঘ কোনো মনের আশা পূরণ হতে পারে। ব্যবসার দিকে কোনো চাপের কিছু ঘটতে পারে। বাড়িতে কোনো খরচের ব্যাপারে একটু অশান্তি বাড়তে পারে। সম্পত্তির ব্যাপারে ভাই ভাই বিবাদ হতে পারে। সন্তানের ভালো কাজের জন্য বাড়িতে আনন্দ। প্রেমযোগে সমস্যা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
ব্যবসার দিকে একটু চাপ বাড়তে পারে। কোনো রোগের কারণে কাজের ক্ষতি হতে পারে। সম্পত্তির ব্যাপারে পরিবারে অশান্তি বাড়তে পারে। আয়-ব্যয়ের মধ্যে সমতা ঠিক থাকবে না। বাবার শরীর নিয়ে কোনো চিন্তা বাড়তে পারে। ঋণ কিছুটা পরিশোধ হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
কোনো নামি কর্মস্থানে কাজের ব্যাপারে আলোচনায় সফলতা লাভ করবেন। অতিরিক্ত ব্যয়ের কারণে সঞ্চয় কম হবে। অপর কোনো ব্যক্তির জন্য স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ হতে পারে। কোনো দুর্ঘটনা থেকে সাবধান থাকুন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
নতুন কোনো ব্যবসার বাড়তি সুযোগ আসতে পারে। চাকরির ক্ষেত্রে কাজের চাপ বাড়বে। অতিরিক্ত ভাবপ্রবণতার জন্য কাজের ক্ষতি হতে পারে। আগুন থেকে একটু সাবধান থাকুন। পথে-ঘাটে সাবধানে চলুন। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১৫

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো কঠিন কাজ করার জন্য সুনাম বাড়বে। সম্পত্তির ব্যাপারে ভাই-বোনে বিশেষ আলোচনার সুযোগ আসবে। সঞ্চয়ের ব্যাপারে বাড়িতে কোনো আলোচনা শুরু হতে পারে। সপ্তাহের মধ্যভাগে আঘাতে রক্তপাত হতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ২

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
মিষ্টি কথা বলার জন্য ব্যবসার দিকে কোনো সুবিধা আসতে পারে। চাকরির স্থানে কোনো বাড়তি কাজের চাপ। অর্থ ব্যাপারে ভালো সুযোগ হাতছাড়া হওয়ার যোগ। মধ্যভাগে ব্যবসার দিকে কোনো পরিবর্তন আসতে পারে। বাবার সম্পত্তির ব্যাপারে ভাই-বোনের সঙ্গে আলোচনায় সফলতা। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অতিরিক্ত কাজের জন্য বাড়িতে সময় দিতে পারবেন না। জমি কিনতে অশান্তি। পুরনো রোগের চাপ। ব্যবসার দিকে বাড়তি সুযোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১১

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
কোনো পরিকল্পনায় বাধা আসতে পারে। জলপথে ভ্রমণ না করা ভালো হবে। একাকীত্ব বাড়তে পারে। ব্যবসার দিকে বাড়তি বিনিয়োগ না করা ভালো। শেষের দিকে ব্যবসায় ভালো সময় আসতে পারে। বন্ধুর সঙ্গে বিবাদ। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২১

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
মানসিক অস্থিরতার জন্য ভালো কাজ হাতছাড়া হতে পারে। গুরুজনের সঙ্গে কোনো বিবাদ। মধুর কথাবার্তা বলবার ফলে কোনো বড় বিবাদ থেকে উদ্ধার। উচ্চব্যক্তির সঙ্গে কর্মস্থানে তর্ক। প্রেমযোগে সমস্যা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
বিচার বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য দিনটি শুভ। ব্যবসার দিকে ভালো কিছু ঘটতে পারে। দিনের শেষ দিকটি সামান্য মন্দ যেতে পারে। প্রিয়জনের কাছে থেকে একটু বাজে কথা শুনতে হতে পারে। প্রেমযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১২

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ১৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।