ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

ধর্মীয় চিন্তায় মনে শান্তি ধনুর, কর্কটের দিনটি মঙ্গলজনক

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, জুন ২৫, ২০১৭
ধর্মীয় চিন্তায় মনে শান্তি ধনুর, কর্কটের দিনটি মঙ্গলজনক

আজ কেমন যাবে
তারিখ: ২৬/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  

পুরনো বন্ধুদের পাশে পেতে পারেন। মনের মানুষের দেখা আজ নাও পেতে পারেন।

তবে পরিবাবের সঙ্গে একটা ভালো দিন কাটবে। ক্লান্তি আপনাকে পেয়ে বসতে পারে।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা :২

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 

পৈত্রিক সম্পত্তি নিয়ে পরিবারের সঙ্গে আলাপ করতেই পারেন। হঠকারি সিদ্ধান্তে পারিবারিক সমস্যা বাড়তে পারে। দুঃসময়ে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রেমযোগ শুভ। হজম সমস্যা থেকে বিরত থাকুন।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 

নমনীয়তা আপনার চরিত্রের বড় বৈশিষ্ট্য। এর সুবাদে সফলতা লাভ করবেন। দাম্পত্য জীবন সুখময়। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৭

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 

ধর্মীয় চিন্তা আপনার জন্য মঙ্গলজনক। সামাজিক যোগাযোগের সূত্রে প্রতিপত্তি বাড়বে। সজ্জন ও প্রকৃত বন্ধুর সাহচর্যে শান্তি লাভ করবেন। সন্তানের শরীর নিয়ে চিন্তা বাড়তে পারে। ভ্রমণের যোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

সিংহসিংহ: (২৩ জুলাই- ২৩ আগস্ট)  

কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে পারে। দিনটিতে একটু দানধ্যান করুন মঙ্গল হবে। আধ্যাত্মিক চিন্তা মনের অবসাদ কাটাবে। বিকেলের পর বাড়িতে পরিচিতিদের আগমন।

শুভ রং : গোলাপি, শুভ সংখ্যা : ১৯

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  

ধর্মীয় আবহাওয়ার মধ্য দিয়ে আপনার দিনের স‍ূচনা। সকাল থেকে ব্যস্ততা থাকবে নানা সামাজিক কাজে। বাড়িতে সুখ-শান্তির সমৃদ্ধি। শারীরিক কিছু সমস্যা দেখা দিতে পারে। তবে মোটের উপর দিনটি শুভ।

শুভ রং: নীল, শুভ সংখ্যা : ২৩

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 

বৈষয়িক চিন্তার থেকে আপনার মনে আধ্যাত্মিক চিন্তা বাড়বে। বেলার দিকে পরিবারের চাপে ভ্রমণ। হজমজনিত সমস্যা দেখা দিতে পারে। বাসায় আত্মীয়ের আগমন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

পৈতৃক সম্পত্তি লাভের সম্ভাবনা। পিতৃস্থানীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন। অর্থ প্রাপ্তিযোগ আছে। সন্তানের স্বাস্থ্য নিয়ে সমস্যা থাকবে। প্রেমযোগ শুভ।

শুভ রং: গোলাপি, শুভ সংখ্যা : ৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 

অংশীদারি ব্যবসায় ছোট ছোট সমস্যা দেখা দেবে। ধর্মীয় চিন্তায় মনের শান্তি ফিরে পাবেন। তবে সারাদিন শরীরে আলস্য দেখা দেবে। বেলার দিকে বাসায় আত্মীয়ের সমাগম।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৭

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  

অন্যকে সাহায্য করতে গিয়ে বিড়ম্বনার আশঙ্কা। উঁচু-নিচু জায়গা থেকে পড়ে আঘাত লাগতে পারে। প্রেমযোগ মিশ্র। বদহজমের সমস্যা দেখা দেবে। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হতে পারে।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা: ৬

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  

প্রেম নিয়ে বাবা-মায়ের সঙ্গে কথা সেরে নিতে পারেন। দাম্পত্য জীবনে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। বেলাশেষে মনের মানুষের সঙ্গে ভ্রমণ। মোটের উপর দিনটি ভালো।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 

কোনো ঘটনায় মনে চঞ্চলতার সৃষ্টি করবে। পরিচিত কারও ব্যবহারে হঠাৎ পরিবর্তন হতে পারে। মনের মানুষকে আজ মনের কথাটি বলে ফেলুন। পিতৃস্থানীয় কারও শারীরিক সমস্যা দেখা দিতে পারে। দাম্পত্য জীবন সুখময়।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৯

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।