ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

অহেতুক ব্যয়ের যোগ মীনের, বৃষের হজমে গণ্ডগোল

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, জুন ২৬, ২০১৭
অহেতুক ব্যয়ের যোগ মীনের, বৃষের হজমে গণ্ডগোল রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৭/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
প্রেমের সফলতায় বিলম্ব হতে পারে। বিদেশযাত্রার সুযোগ পাবেন।

কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের ফল মিলতে পারে। শত্রুদের চক্রান্তে মানসিক ক্ষতির আশঙ্কা। বাড়িতে শান্তির আবহাওয়া বজায় থাকবে। উদ্যম
কমই দেখা যাবে।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
প্রেম ও দাম্পত্যযোগ মোটের উপর ভালো। আংশিক ঋণশোধে স্বস্তি পেতে পারেন। মৌলিক ও বিচক্ষণ কৌশলে পারিবারিক সমস্যার মোকাবিলা করতে সফল হবেন। হজমের গণ্ডগোল ভোগাবে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন)
প্রেম-প্রণয়ে জটিলতা মানসিক কষ্ট দিতে পারে। পারিবারিক দায়িত্বে অবহেলা দেখা দিতে পারে। সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তা বাড়বে। ভ্রমণযোগ আছে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই)
পারিবারিক পরিস্থিতির উন্নতির চেষ্টায় বাধা আসবে। গাড়ি ক্রয়-বিক্রয় নিয়ে গুরুজনের সঙ্গে মতান্তরের সম্ভাবনা। প্রেমের যোগ শুভ। আপনি ধর্মীয় চিন্তা থেকে দ‍ূরেই থাকবেন। ক্লান্তি গ্রাস করতে পারে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
গ্রহের শুভ দৃষ্টির ফলে ভাগ্যোদয়ের যোগ। মাতৃকূলের সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। অতিরিক্ত অর্থলাভ করতে গিয়ে ক্ষতির সম্ভাবনা দেখা যাচ্ছে। প্রেমযোগ ক্ষীণ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
প্রেম-প্রণয়ে ছোট ছোট সমস্যা থেকে বড় মাপের জট পাক‍াতে পারে। বিতর্ক এড়িয়ে চলাই শ্রেয়। সাংসারিক দায়িত্ব পালনে ব্যয় বাড়ায় সঞ্চয়ে হাত পড়বে। দাম্পত্য জীবন সুখের।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
কোনো ধরনের সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনার আগে বাস্তুর অবস্থান লক্ষ রাখা একান্ত প্রয়োজন। বন্ধুর সহায়তায় দাম্পত্য কলহের অবসান হলেও পারিবারিক সমস্যা একেবারে মিটে যাবে না। হজমের গণ্ডগোল
ভোগাবে।

শুভ রং বেগুনি, শুভ সংখ্যা : ৯

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
ভাগ্যের শুভ প্রভাবে প্রেমে আসতে পারে সফলতা। দূরদেশে ভ্রমণের সুযোগ এলেও তা বাতিল হওয়ার সম্ভাবনা বেশি। পরিবারে শান্তি বজায় থাকবে। ভ্রাতৃস্থানীয়ের আয়-উন্নতি নিয়ে চিন্তা দেখা দেবে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
মনের মানুষের সঙ্গে সাময়িক যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় বিষণ্নতা গ্রাস করতে পারে। ব্যবসায় বাড়তি বিনিয়োগ নিয়ে সহকর্মীদের সঙ্গে আলোচনা না করাই ভালো। গৃহ নির্মাণের জন্য পরিবারের সঙ্গে
আলাপ করতেই পারেন। আপনার জন্য দিনটি শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৯

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
স্বজনদের শত্রুতায় প্রেমের পথে বাধা আসতে পারে। বিতর্ক-বিবাদ ও পারিবারিক ঝামেলায় অযথা হয়রানি। দাম্পত্য জীবনে অহেতুক ঝামেলা। আলস্য আপনাকে কোনো কিছু করতে দেবে না।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
প্রেমে মনোমালিন্যে। একরাশ অবসাদ মনকে গ্রাস করতে পারে। আজ আপনার পরিবারের সঙ্গে সময় কাটানোই শ্রেয়।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১০

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
দাম্পত্য ও প্রেমযোগ শুভ। জন্মসূত্রে অর্থ প্রাপ্তিযোগের ইঙ্গিত। উপকারের প্রতিদান নাও জুটতে পারে। ঠান্ডাজনিত কারণে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। অহেতুক ব্যয়।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০০০২ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।