ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

সতর্ক থাকুন মেষ, কর্কটের উপহারপ্রাপ্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ২৭, ২০১৭
সতর্ক থাকুন মেষ, কর্কটের উপহারপ্রাপ্তি রাশিফল

আজ কেমন যাবে
তারিখ- ২৮/০৬/২০১৭

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)
পরিচিত কারও কাছ থেকে প্রেমের প্রস্তাব পেতে পারেন। কর্মে উন্নতির যোগ।

ব্যবসায় মূলধন বিনিয়োগ বাড়তে পারে। দাম্পত্যযোগ মিশ্র। শিক্ষায় উন্নতি। পথে আঘাত লাগতে পারে, সতর্ক থাকুন।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৩

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
আশাতীত খবরে আপনার মন আনন্দে ভরে উঠতে পারে। প্রেমে বাধা। কর্মে উন্নতিতে বাধা। দাম্পত্য সমস্যার সমাধান। উপহার লাভ। বিদেশযাত্রার সুযোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫১

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন)
কথার দাম রাখতে গিয়ে বেশ কিছুটা ত্যাগ স্বীকার করতে হতে পারে। কর্মে সফলতা আসতে বাধা পাবে। ব্যবসায় বাধা। প্রেম সমস্যার সমাধান। পরিবারে অশান্তি মিটে যাবে। সন্তানকে নিয়ে চিন্তা কমবে। সম্পত্তি প্রাপ্তিতে বাধা। যাত্রাযোগে গণ্ডগোল। অর্থযোগ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই)
সকালের কিছু পরিবর্তন বাকি দিন নিয়ন্ত্রণ করবে। কর্মক্ষেত্রে সমস্যার যোগ। ব্যবসায় উন্নতি। উপহার প্রাপ্তি। প্রেমে সফলতা আসবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২১

সিংহসিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)
নতুন কোনো পরিকল্পনায় না করাই ভালো। দাম্পত্য জীবন শুভ। ব্যবসায় আর্থিক লাভ। কর্মে বিঘ্ন। শারীরিক সমস্যায় অর্থ ব্যয়। শিক্ষায় শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)
মনের ইচ্ছে পূর্ণ হবে। কর্মে সহকর্মীর বাধা আসতে পারে। ব্যবসায় মিশ্র ফল। অলসতার কারণে পরিবারে সমস্যা। সম্পত্তি নিয়ে চিন্তা। শিক্ষাক্ষেত্রে শুভ। যাত্রাপথে শুভযোগ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
প্রেমে বাধা। আর্থিক পাওনা নিয়ে সমস্যা বাড়তে পারে। অহেতুক অর্থক্ষয়। ব্যবসায় মিশ্রফল। সন্তানের শিক্ষা নিয়ে চিন্ত‍া।

শুভ রং লাল, শুভ সংখ্যা : ২০

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

আজ হঠকারি সিদ্ধান্ত না নেওয়াই ভালো। কর্মস্থলে বুঝে পা ফেলুন। প্রেমে মিষ্টতা লাভ। অর্থযোগে উন্নতি। বিদেশ যাত্রায় সুফল।

শুভ রং: বেগুমি, শুভ সংখ্যা : ১৮

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
উপহার পাওয়ার সম্ভ‍াবনা। প্রেমে নতুন কোনো সিদ্ধান্ত। সামাজিক ক্ষেত্রে সম্মান লাভ। পরিবারে আনন্দ। বিনোদনম‍ূলক কাজে লিপ্ত থাকার সম্ভাবনা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১১

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)
অযাচিত কারও সাহায্য পেতে পারেন। সতর্ক থাকুন। পরিবারে শারীরিক সমস্যা নিয়ে অর্থব্যয়। বিদেশে ভ্রমণের সুযোগ। প্রেমে মতবিরোধ। কর্মে উন্নতি। সন্তানের শিক্ষাযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
দাম্পত্য সম্পর্কে অশান্তির মেঘ। কর্মযোগ মিশ্র। ব্যবসায় লাভ। শুভ খবরের হাতছানি। যাত্রাপথে বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২২

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেম নিয়ে নেতিবাচক ধারণার জন্ম নিতে পারে। দাম্পত্য সমস্যার সমাধান। কাজে নতুন উৎসাহ। ব্যবসায় নতুন পথের সন্ধান। যাত্রাপথ শুভ। আর্থিক লাভ। ভ্রমণের পরিকল্পনা।

শুভ রং: লাল, শুভ সংখ্যা

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, জুন ২৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।