ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

রাশিফল

কুম্ভের কর্মে উন্নতি, কন্যার পথে অশান্তি

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৫ ঘণ্টা, জুলাই ৩, ২০১৭
কুম্ভের কর্মে উন্নতি, কন্যার পথে অশান্তি কুম্ভের কর্মে উন্নতি, কন্যার পথে অশান্তি

আজ কেমন যাবে
তারিখ: ০৪/০৭/২০১৬

মেষমেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
অযাচিত পরিস্থিতিতে সমস্যা। ব্যবসায় সাফলতা ধীরে ধীরে।

প্রেমে মানসিক অশান্তি। দাম্পত্যযোগ মিশ্র। পথ বন্ধুর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩১

বৃষবৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
কর্মে দুশ্চিন্তা। দাম্পত্য সুখ মিশ্র। শারীরিক সমস্যা। বিদেশ ভ্রমণে বাধা। অর্থকষ্ট। ব্যবসায় পরিকল্পনা। প্রতিবেশী দ্বারা সুখবর।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২৫

মিথুনমিথুন: (২২মে – ২১ জুন) 
পরিবারে নেতৃত্ব। প্রেমে সমস্যা। সন্তানকে নিয়ে চিন্তা। পথে ক্ষতি। কর্মে শত্রু। ব্যবসায় মন্দা।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯১

কর্কটকর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
পথে অপেক্ষা। হজম সমস্যা। প্রেমে মিশ্রযোগ। ব্যবসায় উন্নতি ধীরে ধীরে। পরিবারে সমস্যা। হাঁটুর সমস্যা। অর্থপ্রাপ্তি।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২১ 

সিংহসিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
লজ্জা ত্যাগ করে সঠিক মানুষের পরামর্শ নিন। কর্মে আর্থিক আঘাত। সহকর্মীর সঙ্গে মনোমালিন্য। ব্যবসায় মিশ্র ফল। আর্থিক লাভের সম্ভাবনা। রক্তক্ষরণ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১ 

কন্যাকন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
পরিবারে ব্যস্ততা। সন্তানকে নিয়ে চিন্তা। শারীরিক সমস্যা। শুভ খবর পাওয়ার সম্ভাবনা। প্রেম শুভ। পথে অশান্তি।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৫

তুলাতুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 
অন্যের দ্বারা দাম্পত্য সমস্যা। কর্মে উন্নতি। ব্যবসায় সাফল্যে। প্রেম নিয়ে চিন্তা। আর্থিক যোগ মিশ্র। মনোকষ্ট।

শুভ রং: লাল, শুভ সংখ্যা : ৫১ 

বৃশ্চিকবৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
শারীরিক সমস্যা। সন্তানের উন্নতি। কাজে সাফল্য। ব্যবসায় ব্যস্ততা। বন্ধুর দ্বারা প্রেমে সাহায্য। নতুন পথের আলো। দাম্পত্য সুখ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

ধনুধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
আত্মীয়ের দ্বারা সাহায্য প্রাপ্তি। প্রেম সমস্যার সমাধান। নতুন কাজে উৎসাহ লাভ। ব্যবসায় সাফল্য ধীরে ধীরে। সম্পত্তি নিয়ে সমস্যা। বিদেশ ভ্রমণের সম্ভাবনা।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

মকরমকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
নতুন আশার আলো। পরিবারের সঙ্গে আনন্দে সামিল। শুভ খবর। কর্মে উন্নতি। ব্যবসায় সাফল্য। সম্পর্কে উন্নতি। পথে শুভ। শারীরিক সমস্যা।  

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ১

কুম্ভকুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
প্রেমের প্রস্তাবে সংকোচ বোধ। কর্মে উন্নতি। অংশীদারী ব্যবসায় সমস্যা। আর্থিক ক্ষয়ক্ষতি। দাম্পত্য সমস্যা। শত্রুর আগমন।  

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ১২

মীনমীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
প্রেমের বাধায় সময় লাগবে। দাম্পত্য কলহ। অর্থপ্রাপ্তি। কর্মে বাধা। ব্যবসায় সমস্যা। ভ্রমণের পরিকল্পনা। শারীরিক সমস্যা।
 
শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১০

বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।