ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

কুম্ভের শুভ খবর, তুলার প্রেমে বাধামুক্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, আগস্ট ৪, ২০১৭
কুম্ভের শুভ খবর, তুলার প্রেমে বাধামুক্তি রাশিফলের প্রতিকী ছবি

আজ কেমন যাবে
তারিখ: ৫/০৮/২০১৭

মেষ মেষ: এরিস (২১ মার্চ – ২০ এপ্রিল) 

প্রেম নিয়ে পরিবারের অবস্থানের ফলে আপনার দুশ্চিন্তা হতে পারে। কর্মে উন্নতি।

ব্যবসায় মূলধনের ব্যবস্থা। দাম্পত্য সমস্যার সমাধান। শিক্ষায় উন্নতি। পথে আঘাত। যাত্রাযোগে বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

বৃষ  বৃষ: টরাস (২১ এপ্রিল – ২১ মে)

আপনার কোনো আচরণ বন্ধুদের মধ্যে আপনার সম্পর্কে ভুল ধারণা সৃষ্টি করতে পারে। প্রেমে বাধা। কর্মে উন্নতি। দাম্পত্য সমস্যার সমাধান। উপহার প্রাপ্তি। বিদেশযাত্রার সুযোগ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

মিথুন  মিথুন: জেমিনি (২২মে – ২১ জুন)

আর্থিক উন্নতির পথে কেউ গোপন চক্রান্ত করে বাধা দিতে পারে। কর্মে সফলতা। ব্যবসায় বাধা। প্রেমে সমস্যা। পরিবারে অশান্তি। সন্তানকে নিয়ে চিন্তা। সম্পত্তি প্রাপ্তিত বাধা। অর্থ শুভ।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ৯

কর্কট  কর্কট: ক্যানসার (২২ জুন – ২২ জুলাই)

অন্যের ভরসায় অযথা হয়রানির সম্ভাবনা। কর্মক্ষেত্রে সমস্যা। ব্যবসায় উন্নতি। উপহার প্রাপ্তি। নতুন যোগাযোগ। প্রেমে সফলতা। যাত্রাযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২

সিংহ সিংহ: লিও (২৩ জুলাই  - ২৩ আগস্ট) 

প্রেমের সম্পর্কে কিছু প্রশ্ন সামনে আসতে পারে, যা আপনাকে চিন্তিত রাখবে। দাম্পত্য শুভ। ব্যবসায় আর্থিক লাভ। কর্মে সমস্যা। শারীরিক সমস্যা। শিক্ষা শুভ। বিনোদনের সুযোগ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬

কন্যা  কন্যা: ভার্গো (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 

বন্ধ‍ুর সাহায্য লাগলেও বন্ধুকে প্রেম নিয়ে সব কথা খুলে বলতে পারবেন না। কর্মে সহকর্মীর বাধা। ব্যবসায় মিশ্র ফল। পরিবারে সমস্যা। সম্পত্তি ক্রয়। শিক্ষা শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৫

তুলা  তুলা: লিব্রা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কর্মক্ষেত্রে সমস্যা। প্রেমে বাধামুক্তি। আর্থিক পাওনা নিয়ে সমস্যা বাড়তে পারে। আর্থিক ক্ষতি। ব্যবসা মিশ্র। দাম্পত্য শুভ। যাত্রাযোগে বাধা।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা : ২০

বৃশ্চিক  ​বৃশ্চিক: স্করপিও (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

নতুন পরিচিতের হঠাৎ দেখান লোভের ফাঁদে পা দেওয়ার সম্ভাবনা। ব্যবসায় উন্নতি। কর্মে সাফল্য। প্রেমে বাধামুক্তি। আর্থিক উন্নতি। বিদেশযাত্রায় বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৮

ধনু  ​ধনু: স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

কোনো আত্মীয়ের গোপন শত্রুতার ফলে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে। প্রেমে সাফল্য। সামাজিক স্বীকৃতি। পরিবারে আনন্দ। বিনোদনের সুযোগ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১

মকর  মকর: কেপ্রিকর্ন (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 

পারিবারিক জটিলতা থেকে মুক্তি পেতে আপনাকে স্বার্থ ত্যাগ করতে হবে। পরিবারে কারো শারীরিক সমস্যা। ভ্রমণের সুযোগ। নতুন বন্ধুর সঙ্গে আলাপ। প্রেমে সাফল্য। কর্মে উন্নতি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১২

কুম্ভ  ​কুম্ভ: অ্যাকোরিয়াস (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 

গাড়ি চালানোর সময় যথেষ্ট সাবধানতা দরকার। দাম্পত্য সুখ। কর্মে বাধা। ব্যবসায় লাভ বৃদ্ধি। শুভ খবর। আর্থিক সমস্যার সমাধান। যাত্রাযোগে বাধা।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

মীন  মীন: এরিস (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেম নিয়ে আপনাকে কেউ ভুল পথে চালিত করতে পারে। দাম্পত্য সমস্যার সমাধান হবে। কাজে নতুন উৎসাহ। ব্যবসায় নতুন পথের সন্ধান। যাত্রা শুভ। আর্থিক লাভ। পারিবারে বিনোদন। ভ্রমণের যোগ।

শুভ রং : আকাশি, শুভ সংখ্যা : ১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, আগস্ট ০৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।