ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

ধনুর নতুন ব্যবসায় উন্নতি, প্রেম শুভ কর্কটের

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৭
ধনুর নতুন ব্যবসায় উন্নতি, প্রেম শুভ কর্কটের ধনুর নতুন ব্যবসায় উন্নতি, প্রেম শুভ কর্কটের

আজ কেমন যাবে
তারিখ: ০৮/০৮/২০১৭

মেষমেষ: এরিস  (২১ মার্চ – ২০ এপ্রিল)  
প্রচেষ্টা ও পরিবারের সদস্যদের সময়মতো পাশে আসার ফলে কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারেন। কিন্তু বর্তমান মনোভাব বজায় রাখলে কঠিন কাজ করতে হবে।

প্রেমযোগ মিশ্র।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৪

বৃষবৃষ: টরাস (২১ এপ্রিল – ২১ মে)
পরিবারের সদস্যরা আপনার প্রচেষ্টা ও নিষ্ঠার প্রশংসা করবে। একতরফা প্রণয় আপনাকে হতাশ করতে পারে। প্রেমে সাড়া পেতে সময় লাগবে।   প্রদর্শনী আপনাকে নতুন সুযোগ ও যোগাযোগ সরবরাহ করবে।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মিথুনমিথুন: জেমিনি (২২মে – ২১ জুন)
সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন। অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য করবেন। ভ্রমণে নথি নিয়ে সমস্যা হতে পারে। যদি ভ্রমণরত হন তাহলে সব জরুরি নথি নিয়েছেন কিনা তা মিলিয়ে নিন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১০

কর্কটকর্কট: ক্যানসার (২২ জুন – ২২ জুলাই)
দিনটি প্রেম ও বিবাহিত জীবনের জন্য সত্যিই দারুণ। আপনি আপনার সঙ্গীকে ভালোবাসেন সেটা তাকে কোনোভাবে জানান। তাড়াহুড়ো করে আরও বেশি কিনতে যাওয়ার আগে আপনার কাছে ইতোমধ্যে যা আছে তাই ব্যবহার করুন।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১২

সিংহসিংহ:লিও  (২৩ জুলাই  - ২৩ আগস্ট)  
নতুন জিনিস জানার প্রবণতা লক্ষণীয় হবে। সহায়ক গ্রহগুলি আপনাকে সন্তুষ্ট করার প্রচুর কারণ এনে দেবে। প্রেমযোগ শুভ। আর্থিকক্ষেত্রে নতুন সুযোগ আসবে।

শুভ রং : কালো, শুভ সংখ্যা : ৭

কন্যাকন্যা: ভার্গো (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
যান্ত্রিক কিছুর জন্য সকালে প্রস্তুত হতে আপনি মুশকিলে পড়তে পারেন। প্রেমযোগ শুভ। কর্মে উন্নতির যোগ। ব্যবসা শুভ। অর্থ অপচয়।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৬

তুলাতুলা: লিব্রা (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)
এমন ব্যক্তির সঙ্গে মেলামেশা বন্ধ করুন যারা ক্ষতির চেষ্টা আগেও করেছে। নতুন বন্ধুদের থেকে সতর্ক থাকুন। প্রেমের মধ্যে সমস্যা আসতে পারে। আর্থিকযোগ শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা : ১০

বৃশ্চিক বৃশ্চিক: স্করপিও (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আপনি দ্রুত অর্থ উপার্জন করার আকাঙ্ক্ষার অধিকারী। এটি নিয়ে সমস্যা বাড়বে। পরিবারে সমস্যা দেখা দেবে। প্রেমযোগে বাধা। কাজের সূত্রে বেশ দূরে যেতে হতে পারে।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৮

ধনু ধনু: স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
অফিসের কাজে আজ দুঃখভোগ করার সম্ভাবনা যথেষ্ট। শিক্ষা নিয়ে সমস্যার সমাধান হবে। নতুন ব্যবসায় উন্নতির যোগ। প্রেমযোগ শুভ।

শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ২০

মকর মকর: কেপ্রিকর্ন (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
আর্থিক সমস্যা গঠনমূলক চিন্তার সামর্থ্যকে বিনষ্ট করবে। পারিবারিক চিন্তা মানসিক পরিস্থিতিকে সমস্যা সংকুল করে তুলবে। প্রেম নিয়ে সমস্যার সমাধান।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৪

কুম্ভ কুম্ভ: অ্যাকোরিয়াস (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
যদি কর্মক্ষেত্রে আপনার ধারণা ভালোভাবে উপস্থাপন করতে পারেন এবং আপনার সংকল্প ও উদ্যম প্রদর্শন করতে পারেন তাহলে লাভবান হবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ১১

মীন মীন: পাইসেস (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে। আপনার প্রেমিক-প্রেমিকা আজ আপনার কাছে সমস্যা সমাধানের সহায়ক হয়ে উঠবে। বাড়ির নারী সদস্যদের সঙ্গে ভালো ব্যবহার করলে তার সুফল পাবেন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১৪

বাংলাদেশ সময়: ০৪৪৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।