ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

কুম্ভের বেগুনি শুভ, ধনুর হলুদ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, আগস্ট ২৪, ২০১৭
কুম্ভের বেগুনি শুভ, ধনুর হলুদ রাশিফল

আজ কেমন যাবে
তারিখ: ২৫/০৮/২০১৭

মেষ মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
উচ্চ উদ্দীপনা সত্ত্বেও আপনি এমন কারও অভাব অনুভব করবেন যিনি আপনার সঙ্গে থাকতে পারছেন না। আমোদ-প্রমোদে ও বিলাসিতায় বাজে খরচ করবেন না।

অতিরিক্ত সময় শিশুদের সাহচর্য উপভোগ করতে ব্যয় করুন। প্রেমযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৬

বৃষ বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
ভয় খুশিকে বিঘ্নিত করতে পারে। সাফল্য নিজস্ব ভাবনা ও কল্পনার ফসল। আর্থিক লেনদেনে সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন মিথুন: (২২ মে – ২১ জুন)
সন্তুষ্ট করার জন্য যাই করুন না কেন, সঙ্গে থাকা মানুষরা বিশেষ খুশি হবেন না। ভালোবাসার মানুষের ভুল খুঁজে সময় নষ্ট করবেন না। প্রেমযোগ শুভ।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৮

কর্কট কর্কট: (২২ জুন – ২২ জুলাই)
আত্ম উন্নতির লক্ষ্যে ফাঁকা সময়ের সুযোগ নিন। পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। সতর্ক থাকুন কেউ প্রেমের ছল করতে পারে।
শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ৭

সিংহ সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
একটি কঠিন পর্যায়ের পর দিনটি কর্মক্ষেত্রে সুন্দর কিছুর সঙ্গে অবাক করবে। শারীরিক সমস্যা থাকলেও সেটি কিছুটা কমবে। প্রেমযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ১২

কন্যা কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে। অতিথিদের প্রতি রূঢ় হবেন না। রূঢ় পরিবারই শুধু হতাশ হবে না, এতে সম্পর্কেও ভাঙন দেখা দিতে পারে।

শুভ রং : নীল, শুভ সংখ্যা : ১৯

তুলা তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)
সাফল্য নিশ্চিতভাবেই আসবে তবে যদি গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি সঠিকভাবে করেন। যদি ভ্রমণরত হন তাহলে দামি জিনিসের প্রতি বিশেষ যত্ন নিন। প্রেমযোগ মিশ্র।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা : ২১

বৃশ্চিক বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)
আবেগ নিয়ন্ত্রণের চেষ্টা করুন, বিশেষ করে রাগ। আর্থিক দিকে উন্নতি নিশ্চিত। জীবন ও কাজের প্রতি পদ্ধতির জন্য একজন কৃতী ও নিখুঁত ব্যক্তি হোন। প্রেমযোগ শুভ।
শুভ রং : নীল,  শুভ সংখ্যা : ১৮

ধনু ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)
কথা রাখার উপায় না থাকলে কথা দেবেন না। কোনো ধরনের লেখালেখির সময় যত্নশীল হওয়া দরকার। আর্থিকযোগ শুভ। প্রেমে সমস্যার যোগ। যাত্রাযোগে বাধা।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :  ৩

মকর মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)  
যৌথ ব্যবসা ও সন্দেহজনক আর্থিক স্কিমে বিনিয়োগ করবেন না। যখন নতুন লগ্নির ব্যাপার আসে তখন স্বাধীন হোন এবং নিজস্ব সিদ্ধান্ত নিন। প্রেমযোগ মিশ্র। বিদেশযাত্রা বাধামুক্তি। যাত্রাযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৫

কুম্ভ কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)
আজ সতর্কতা অবলম্বন করে পদক্ষেপ গ্রহণের দিন। হৃদয় থেকেও মস্তিষ্কের দরকার বেশি পড়বে। প্রেম শুভ। আর্থিক উন্নতির যোগ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ৬

মীন মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)
কোনো বিষয়ের সমাধান করতে গেলে মেজাজ ও পরিকল্পনার পরিবর্তন প্রভাবশালী হয়ে উঠবে। আপাতদৃষ্টিতে কঠিন বিষয় কাছাকাছি পেতে যোগাযোগগুলি ব্যবহার করতে হবে। এমন ব্যক্তিদের প্রতি নজর রাখুন যারা আপনাকে বিভ্রান্ত করতে চেষ্টা করতে পারেন। প্রেমযোগ শুভ।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা : ১১

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, আগস্ট ২৫, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।