ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

মিথুনের যাত্রাযোগে বাধা, কর্কটের অর্থযোগ শুভ

জ্যোতিষী রুবাই | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১১, ২০১৭
মিথুনের যাত্রাযোগে বাধা, কর্কটের অর্থযোগ শুভ ...

আজ কেমন যাবে
তারিখ- ১২/০৯/২০১৭

..মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)  
ভালো সময় আসছে এবং মধ্যে বাড়তি উদ্যমও থাকবে। বিলম্বিত টাকাকড়ি পরিশোধ হয়ে যাওয়ায় আর্থিক অবস্থা উন্নত হবে।

প্রেমযোগ শুভ। বিনোদনের সুযোগ আসবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং : বেগুনি, শুভ সংখ্যা : ২

..বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)
বন্ধুরা যা প্রত্যাশা করবেন তার থেকেও বেশি সহায়ক হবে। প্রিয়জনকে খুশি করা কঠিন। কাজ কর্মক্ষেত্রে প্রশংসা কুড়াবে। দাম্পত্য ও প্রেমযোগ শুভ।  

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ৩১

..মিথুন: (২২মে – ২১ জুন) 
কোনো পরিস্থিতি থেকে পালিয়ে বাঁচতে চান, তাহলে এটি সম্ভাব্য চরম মন্দ উপায়ে অনুসরণ করবে। সম্পত্তি নিয়ে সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগে বাধা। প্রেমযোগ মিশ্র।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ১৬

..কর্কট: (২২ জুন – ২২ জুলাই) 
বাবা-মায়ের সঙ্গে খুশি ভাগ করে নিন। একাকিত্ব ও হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদের উপযুক্ত অনুভব করতে দিন। শারীরিক সমস্যা থাকবে। প্রেমযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ৩১ 

..সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)  
লক্ষ্য করবেন, খুব সামান্য কাজ আপনি শেষ করেছেন। কিন্তু আজ গুরুত্বপূর্ণ অমীমাংসিত কাজ রয়েছে। আজ কল্যাণকর দিন, কারণ সব বিষয় অনুকূলে থাকবে বলেই মনে হচ্ছে।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা :১৮ 

..কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)  
ব্যাংকিং কারবার খুব সতর্কতার সঙ্গে সামলাতে হবে। গৃহস্থালির দায়িত্ব কোনোমতেই এড়াবেন না। একে অপরকে ভালো করে জানা এবং বোঝার জন্য আপনি প্রিয়জনের সঙ্গে সময় ব্যয় করুন। যাত্রাযোগ শুভ। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৬১

..তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর) 
চঞ্চলতার ফলে কর্মে সমস্যা। ব্যবসায় মূলধনের সমস্যা। প্রেমে সফলতার সম্ভাবনা। শিক্ষা শুভ। পথে বিপত্তি। আর্থিকযোগে বাধা।
 
শুভ রং: নীল, শুভ সংখ্যা : ৭ 

...বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 
কথা বলায় রাশ না টানলে আপনি সহজেই খ্যাতি হারাবেন। আপনার কথা ও কাজের প্রতি খেয়াল রাখুন। প্রেমযোগ শুভ। বিদেশযাত্রায় বাধা।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩৩

..ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর) 
সাফল্যের সূত্রই হলো এমন মানুষের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা রয়েছে। গৃহস্থালির দায়িত্ব এড়িয়ে চলা এবং টাকা-পয়সা নিয়ে কলহ বৈবাহিক সুখ ক্ষতিগ্রস্ত করতে পারে। প্রেমযোগ শুভ।

শুভ রং : হলুদ, শুভ সংখ্যা : ২৯

..মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি) 
ঘরে ও কাজের জায়গায় চাপ খিটখিট করে তুলতে পারে। প্রেম নিয়ে সমস্যার যোগ। রাগ নিয়ন্ত্রণ করুন। আর্থিকযোগ শুভ।

শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ২

...কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)  
খুব একটা লাভদায়ক দিন নয়- কাজেই টাকাকড়ির অবস্থা দেখে নিয়ে খরচ সীমিত করুন। প্রেমের যোগ শুভ।

 

শুভ রং : লাল, শুভ সংখ্যা : ১১

...মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 
মায়ের অসুস্থতা কিছু দুশ্চিন্তার সৃষ্টি করতে পারে। অসুস্থতা কমাতে তার মনোযোগ অসুস্থতা থেকে অন্য কিছু বিষয়ের উপর সরাতে হবে। প্রেমযোগ শুভ।

শুভ রং : বাদামি, শুভ সংখ্যা : ২১

বাংলাদেশ সময়: ০০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৭
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।