ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

রাশিফল

চাকরির সুযোগ মিথুনের, বৃশ্চিকের হঠাৎ অর্থপ্রাপ্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০১৮
চাকরির সুযোগ মিথুনের, বৃশ্চিকের হঠাৎ অর্থপ্রাপ্তি রাশিফল

আজ  ২০ ভাদ্র ১৪২৫ বঙ্গাব্দ, ৪ সেপ্টেম্বর ২০১৮ ইং এবং ২৩ জিলহজ্ব ১৪৩৯ হিজরি রোজ মঙ্গলবার, সূর্যোদয় ৫:৪২ ও সূর্যাস্ত ৬:১৫। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্র মতে এই দিনে যাদের জন্ম তারা কন্যা রাশির জাতক/জাতিকা। জানাচ্ছেন জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিশ্তী।

মেষমেষ: ২১ মার্চ - ২০ এপ্রিল
জন্মচক্রে বৃহস্পতি অনুকূলে থাকলে অনেক বাধা অপসারিত হবে। কোনো শুভ সংবাদে উৎফুল্ল হতে পারেন।

দাম্পত্য জীবন অশান্তিপূর্ণ হতে পারে।
 
বৃষবৃষ: ২১ এপ্রিল - ২০ মে
ওষুধ ও রাসায়নিক দ্রব্য ব্যবসায়ীদের লাভের সুযোগ আছে। কোনো প্রভাবশালী ব্যক্তির সহযোগিতা পেতে পারেন। স্বাস্থ্য সম্পর্কে সতর্ক থাকবেন।  
 
মিথুনমিথুন: ২১ মে - ২০ জুন
নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ক্রয়ে ব্যবসায়ীদের লাভ। উপযুক্ত বয়সীদের চাকরির সুযোগ আসতে পারে, তবে সে বিষয়ে যোগ্যতা থাকা প্রয়োজন।
 
কর্কটকর্কট: ২১ জুন - ২০ জুলাই
পৈত্রিক সম্পত্তি নিয়ে বিরোধের আশঙ্কা রয়েছে। পারিবারিক ঝামেলায় ভুগবেন। কার্যক্ষেত্রে সাময়িক কোনো সমস্যা মনে চাপ ফেলতে পারে।  

সিংহসিংহ: ২১ জুলাই - ২১ আগস্ট
সম্ভাব্য ক্ষেত্রে বদলির সম্ভাবনা আছে। কাউকে অর্থ ধার দেওয়া বা শেয়ার কেনার ব্যাপারে বিশেষ চিন্তা-ভাবনা করবেন। পত্নীর বিশেষ কোনো কৃতিত্বে নিজে গৌরববোধ করতে পারেন।  

কন্যাকন্যা: ২২ আগস্ট - ২২ সেপ্টেম্বর
উপযুক্ত ক্ষেত্রে বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। মানসিক বিষণœতা আপনাকে গ্রাস করবে। স্ত্রীর সহানুভূতি ও সহযোগিতা লাভ করবেন।  

তুলাতুলা: ২৩ সেপ্টেম্বর - ২২ অক্টোবর
ভ্রমণ শুভ। বয়স্কদের সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। সুনাম ও যশ খ্যাতি বাড়বে। গোপন কোনো সূত্র থেকে টাকা পাবেন।

বৃশ্চিকবৃশ্চিক: ২৩ অক্টোবর - ২১ নভেম্বর
ব্যয় বাড়বে। নিজেকে নিয়ে অসহায় বোধ করবেন। হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ আছে। কোনোভাবে রক্তপাত বা অস্ত্রোপচারের আশঙ্কা।  

...ধনু: ২২ নভেম্বর - ২০ ডিসেম্বর
বেশ কিছু অর্থ অনাদায়ী থেকে যাবে। সাহিত্যিক ও গবেষকদের প্রতিপত্তি ও সাফল্য আসবে। ব্যবসায়ীদের ব্যবসায় মন্দাভাব দূরীভূত হবে।
 
মকরমকর: ২১ ডিসেম্বর - ১৯ জানুয়ারি
কিন্তু আর্থিক ব্যাপারে সতর্ক থাকবেন। আর্থিক উন্নতি হবে। খ্যাতি ও সুনাম বাড়বে। পারিবারিক ক্ষেত্রে উদ্বেগ কাটায় মানসিক শান্তি পাবেন।
 
কুম্ভকুম্ভ: ২০ জানুয়ারি - ১৮ ফেব্রুয়ারি
উদর সংক্রান্ত পীড়ায় কষ্ট পেতে পারেন। ছাত্র-ছাত্রীদের শিক্ষার ব্যাপারে শুভ যোগাযোগ হতে পারে। ব্যবসা সংক্রান্ত ব্যাপারে চিন্তায় থাকবেন।

মীনমীন: ১৯ ফেব্রুয়ারি - ২০ মার্চ
সাংবাদিকদের কোনো বিপদে পড়ার আশঙ্কা। কর্মক্ষেত্রে উন্নতি হতে পারে। স্ত্রীর দিক থেকে আর্থিক সাহায্য পাওয়ায় নতুন কোনো পরিকল্পনা হতে পারে।  

বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০১৮
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।