ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

রাশিফল

জীবন সুখে কাটবে মেষের, ঋণ দেবেন না বৃষ

রাশিফল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৬ ঘণ্টা, মে ৩, ২০২১
জীবন সুখে কাটবে মেষের, ঋণ দেবেন না বৃষ

আজ ২০ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ, ৩ মে ২০২১ এবং ২০ রমজান ১৪৪২ হিজরি রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ-২০ এপ্রিল)
স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ব্যবসায়ী যাত্রায় যেতে পারেন। আইনি বিষয় অগ্রসর হবে। বিরোধীদের থেকে সাবধানে থাকুন। কারো সঙ্গে বিবাদ হতে পারে। সাবধানে কথাবার্তা বলুন। দাম্পত্য জীবন সুখে কাটবে। কর্মস্থলে সুসংবাদ পাবেন।

বৃষ: (২১ এপ্রিল-২০ মে)
সামাজিক পরিস্থিতি উন্নত হবে। ঋণ দেবেন না। বিরোধী সক্রিয় থাকবে। আত্মীয়দের সঙ্গে দেখা হবে। কোনো বয়স্ক সদস্য অসুস্থ হয়ে পড়তে পারেন। ব্যবসা ভালো চলবে। আর্থির লাভের সম্ভাবনা রয়েছে।

মিথুন: (২১ মে-২০ জুন)
পৈতৃক সম্পত্তির বিষয় সাফল্য লাভ করবেন। আয়ের চেষ্টা সফল হবে। আটকে থাকা টাকা ফিরে পাবেন। অধিক পরিশ্রম করতে হবে। ছাত্র-ছাত্রীরা সাফল্য লাভ করবেন। চাকরিজীবীদের বদলি হতে পারে।

কর্কট: (২১ জুন-২০ জুলাই)
দিন ভালো কাটবে। বাড়িতে ধর্মীয় কাজ হতে পারে। অযথা ব্যয় করবেন না। পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হবে। ব্যবসা ভালো চলবে। আশপাশে যাত্রা করতে যেতে হবে। আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। ঝুঁকি নেবেন না।

সিংহ: (২১ জুলাই-২১ আগস্ট)
ধর্মীয় যাত্রায় যেতে পারেন। আত্মবিশ্বাসে ভরপুর থাকবেন এবং সব কাজ পুরো করবেন। প্রশংসা পাবেন। সমস্যা কমবে। আর্থিক লাভ হবে। বন্ধুদের সঙ্গে দেখা হবে।

কন্যা: (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)
ভালো লাভ হবে। কারো পরামর্শে কাজ পুরো হবে। কারো সঙ্গে বিবাদ হতে পারে। স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। চাকরি পরিবর্তনের বিষয় চিন্তাভাবনা করতে পারেন।

তুলা: (২৩ সেপ্টেম্বর-২১ অক্টোবর)
অধিক পরিশ্রম করতে হবে। সন্তান সাফল্য লাভ করবে। আর্থিক পরিস্থিতি ঠিক থাকবে। ঝুঁকি নেবেন না। স্বাস্থ্য ভালো থাকবে। রাগ করবেন না। বিবাদ এড়িয়ে যান।

বৃশ্চিক: (২২ অক্টোবর-২০ নভেম্বর)
সামাজিক প্রচেষ্টার ফলে সাফল্য লাভ করবেন। আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে না। অযথা ব্যয় হবে। কোনো কাজের কারণে সমস্যার সম্মুখীন হতে পারেন। পরিবারের পরিবেশ ভালো থাকবে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। নতুন কাজ শুরু করতে পারেন।

ধনু: (২১ নভেম্বর-২০ ডিসেম্বর)
সম্পত্তি বিবাদের সমাধান হতে পারে। যাত্রার সময় কারও সঙ্গে মতভেদ হতে পারে। আর্থিক লাভ হবে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধির ফলে ক্লান্তি অনুভব করবেন। কর্মস্থলে চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন।

মকর: (২১ ডিসেম্বর-২০ জানুয়ারি)
আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অচেনা ব্যক্তির ওপর ভরসা করবেন না। কোনো কাজে বন্ধুদের সহযোগিতা লাভ করতে পারেন। কোনো কারণে অবসাদ গ্রস্ত থাকবেন। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন।

কুম্ভ: (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)
সব কাজে সাফল্য লাভ করবেন। বয়স্কদের স্বাস্থ্য দুর্বল হতে পারে। পড়ুয়ারা সুসংবাদ পেতে পারেন। আটকে থাকা ঋণের টাকা ফিরে পেতে পারেন। পরিবারের সঙ্গে ঘুরতে যেতে পারেন দাম্পত্য জীবনে মাধুর্য থাকবে। ঝুঁকি নেবেন না।

মীন: (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)
দিন ভালো কাটবে। আর্থিক পরিস্থিতি উন্নত হবে। ঝুঁকি নেবেন না। অযথা ব্যয় করতে হবে। নতুন ব্যক্তিদের সঙ্গে দেখা হবে। সমস্যা দূর হবে। কাজ ভালো চলবে।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, মে ০২, ২০২১
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।