ঢাকা, মঙ্গলবার, ২২ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

রাশিফল

রাশিফল: আয়ের নতুন উৎস পাবেন কর্কট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ৮, ২০২২
রাশিফল: আয়ের নতুন উৎস পাবেন কর্কট

পুরনো জ্যোতিষশাস্ত্র এমন একটি ধরন, যার মাধ্যমে বিভিন্ন সময়কাল নিয়ে ভবিষ্যদ্বাণী করা হয়। যেমন দৈনিক রাশিফল প্রতিদিনের ঘটনার ভবিষ্যকথন করে, তেমন সাপ্তাহিক, মাসিক তথা বার্ষিক রাশিফল যথাক্রমে সপ্তাহ, মাস এবং বছরের ভবিষ্যদ্বাণী করে।

বৈদিক জ্যোতিষে ১২টি রাশি―মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ ও মীন এর ভবিষ্যদ্বাণী করা হয়। একই রকমভাবে ২৩টি নক্ষত্রেরও ভবিষ্যদ্বাণী করা হয়।

মেষ: কোনো কাজে আর্থিক সুবিধা পেতে পারেন। প্রত্যাশা পূরণে অন্যের সহযোগিতা পাবেন। কোনো নতুন বিষয় আলোকপাত করতে পারে। নতুন ধ্যান-ধারণা ভবিষ্যৎ সাফল্যকে নিশ্চিত করবে।

বৃষ: কোনো শুভ সংবাদ পেতে পারেন। মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। ব্যবসায় লাভজনক কোনো আলোচনার অগ্রগতি হবে।

মিথুন: কোনো বিষয় নিয়ে চিন্তিত থাকতে পারেন। অনেক কাজ অসম্পূর্ণ থেকে যাবে। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে। নিজের মধ্যে উৎসাহ আনুন। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।

কর্কট: প্রত্যাশিত কাজে অগ্রগতি হবে। ইচ্ছানুসারে কাজ করার স্বাধীনতা পাবেন। আয়ের নতুন উৎস পেতে পারেন। সমস্যা সমাধানে নিজস্ব বুদ্ধিমত্তাকে কাজে লাগান। জীবন সম্পর্কে আশাবাদী থাকতে হবে।

সিংহ: কাজে উন্নতির যোগ আছে। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হবে। নতুন কোনো বিষয় আলোচনায় আসবে। কারো আশীর্বাদ মনে শান্তি এনে দেবে।

কন্যা: বিদেশসংক্রান্ত যোগাযোগে লাভবান হতে পারেন। পরিবেশ আনন্দের ইঙ্গিত বহন করলেও আর্থিক বিষয়ে কিছুটা উদ্বেগ থাকবে। আবেগের কারণে ভুল হতে পারে। সতর্কতা প্রয়োজন।

তুলা: অবসাদে ভুগতে পারেন। আয়-ব্যয়ের সমতা থাকবে না। অর্থ অপচয় হতে পারে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। অসুখ-বিসুখে সতর্ক থাকুন। মানসিক চাপ সামলে নিন। মন ভালো রাখুন।

বৃশ্চিক: অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি। সামাজিক যোগাযোগ বাড়বে। ব্যবসায়ীদের যৌথ কাজে ভালো ফল লাভ হবে। যেকোনো বাধা অতিক্রমে সাহসী পদক্ষেপ নিতে হবে। সিদ্ধান্তে অটল থাকুন।

ধনু: বেকারদের চাকরি লাভের সম্ভাবনা আছে। বিরূপ পারিপার্শ্বিকতায় বা ভাগ্য বিপর্যয়ের আশঙ্কায় বিষণ্ন থাকতে পারেন। যানবাহন চালনায় সাবধান থাকবেন। পরিকল্পনার বাইরে কিছু করা ঠিক হবে না।

মকর: কোনো ইতিবাচক পরিবর্তনের সুযোগ আসতে পারে। শৌখিন বা বিলাসসামগ্রী কেনার প্রতি আগ্রহ বাড়তে পারে। শান্ত পরিবেশে বিচরণ করতে ভালো লাগবে। বিনিয়োগ শুভ হবে।

কুম্ভ: গৃহপরিবেশ অনুকূলে থাকবে। শান্ত পরিবেশে বিচরণ করতে ভালো লাগবে। ঘরের সংবেদনশীল সমস্যাগুলোর সমাধান করতে বুদ্ধি কাজে লাগাতে হবে। সাফল্য অর্জনের জন্য একাগ্রতা বজায় রাখতে হবে।

মীন: কোনো যোগাযোগ প্রত্যাশা পূরণে সহায়ক হবে। আর্থিক স্থিতিশীলতা থাকবে। ব্যবসায় সুযোগ বুদ্ধি পাবে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে। মানসিক শান্তি বজায় থাকবে। সময়ের সঠিক ব্যবহার করুন। মন ভালো রাখুন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, এপ্রিল ০৮, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।