ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাশিফল

কর্মে শুভযোগ কুম্ভের, কর্কটের সংসারে শান্তি

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৯ ঘণ্টা, মে ১৫, ২০২২
কর্মে শুভযোগ কুম্ভের, কর্কটের সংসারে শান্তি

আজ ১ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১৫ মে ২০২২ এবং ১৩ শাওয়াল ১৪৪৩ রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল) 
 
স্বজন ব্যক্তিদের সঙ্গে খুব বুঝে কথা বলুন। প্রেম নিয়ে কোনো তর্কে যাবেন না।

অর্থ সমস্যা না থাকলেও অর্থ খরচের যোগ। কোনো সুসংবাদ আসতে পারে। নিজের ওপর আস্থা রাখুন, ফল ভালো হবে।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে) 

নিজের কাজের জন্য মানুষের কাছ থেকে শুভেচ্ছা পাওয়ার আশা রাখতে পারেন। আর্থিক অবস্থা ভালোই যাবে। যারা বিদ্যার্থী তাদের জন্য সামনের সময়টা খুব ভালো। প্রেম নিয়ে সমস্যার সমাধান হবে।

মিথুন: (২২মে – ২১ জুন) 

ব্যবসার কোনো সিদ্ধান্ত নিতে পরিবারের সাহায্য নিতে হবে। কর্মস্থানে সন্দেহের পাত্র হতে পারেন। পারিবারিক কারণে উত্তেজিত হওয়ার সম্ভাবনা আছে। কাউকে কথা দিয়ে সেটা রক্ষা করতে পারবেন না। প্রেমে সামান্য বিঘ্ন ঘটার যোগ। যাত্রাযোগ শুভ।  

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

পরিবারের সৎ পরামর্শে সংসারে শান্তি ও শ্রীবৃদ্ধি । নারীদের জন্য ভালো কোনো কর্মের সুযোগ আসতে চলেছে। শিক্ষার ব্যাপারে একটু অমনোযোগ ভাব দেখা যাবে। প্রেম নিয়ে অতিরিক্ত উৎফুল্লতা কাটিয়ে ওঠাই শ্রেয়।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট) 
 
অভিজ্ঞ কোনো ব্যক্তির দ্বারা কর্মে সাফল্য লাভ। আজ কোনো কিছু কেনা-বেচার দিকে বিশেষ সতর্ক থাকুন। সন্তান বিশেষভাবে সাহায্য করবে। নৃত্যশিল্পীদের ভালো যোগ। প্রেম নিয়ে নতুন সমস্যার যোগ।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর) 
 
সারাদিন প্রচুর দুর্ভোগ বা ঝামেলার সম্মুখীন হতে হবে। ব্যবসার দিকটা ভালোই থাকবে। অনেকদিন পর প্রেম নিয়ে সমস্ত ঝামেলা মিটবে। গৃহ সুসজ্জিত করায় অর্থব্যয়।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর) 

পুরনো কোনো আশা ভঙ্গ হতে পারে। নতুন কোনো কর্মের যোগ আসতে পারে। শিক্ষায় বাধা। ব্যবসায়ীদের জন্য সময়টা বিশেষ ভালো নয়। প্রেম নিয়ে যথেষ্ট সতর্ক থাকা দরকার। যাত্রাযোগ শুভ।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর) 

আজ আয়ের পরিমাণ ভালো থাকলেও অর্থের সমস্যা আপনাকে তাড়িয়ে বেড়াবে। কর্মক্ষেত্রে সুবিবেচক ব্যক্তি হিসেবে উন্নতির যোগ। নিদ্রাহীনতার জন্য শারীরিক দুর্বলতা থাকবে। পরিবারে সম্মান বাড়বে। প্রেম নিয়ে হতাশা।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমের ক্ষেত্রে যাকে আপনি বন্ধু ভাবছেন সে গোপনে আপনার ক্ষতি করতে পারে। আত্মীয় প্রিয়জনদের কাছে হাসির পাত্র হতে পারেন। সন্তানদের সঙ্গ দিন। স্বাস্থ্য ভালো যাবে না।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

ব্যয়ের ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার। সন্তানদের নিয়ে পীড়া বা দুশ্চিন্তা থাকবে। সাধারণ ব্যাপারে প্রেমের ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। সৌখিন জিনিস-পত্র কেনায় অর্থব্যয় হবে। যাত্রাযোগ শুভ।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি) 
 
ব্যবসা বা কর্মে খুব ভালো যোগ দেখা যাচ্ছে। পরিশ্রম যথেষ্ট করতে হবে। পরিবারের সঙ্গে ছোটখাটো ভ্রমণ। প্রেম অথবা দাম্পত্য জীবনে কলহ। হজমের সমস্যা দেখা দিতে পারে। যাত্রাযোগে বাধা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) 

দিনটা মানসিক চঞ্চলতার মধ্যে দিয়ে কাটবে। আত্মীয়-পরিজনদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না। গৃহ বা জমি কেনাবেচায় লাভের সংকেত আছে। বিদ্যার্থীদের পাঠে বিশেষ মনোযোগ প্রয়োজন। প্রেমের ক্ষেত্রটি শুভ।  

বাংলাদেশ সময়: ০৭৪৬ ঘণ্টা, মে ১৫, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।