ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাশিফল

রক্তচাপ বাড়বে মেষের, আয় বৃদ্ধি কন্যার

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
রক্তচাপ বাড়বে মেষের, আয় বৃদ্ধি কন্যার

আজ ২ আষাঢ় জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ১৬ জুন ২০২২ এবং ১৬ জিলকদ ১৪৪৩ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

কর্মক্ষেত্রে সম্মান পাবেন। একাধিক পথে আয় বাড়তে পারে। দূরে কোথাও ভ্রমণের জন্য খরচ ও চিন্তা থাকবে। একটু সাবধানে চলাফেরা করুন, বিপদের যোগ আছে। দুপুরের পরে কোনো একটি কাজ নিয়ে ব্যস্ত হতে হবে। রক্তচাপ বাড়তে পারে। চাকরির স্থানে কাজের চাপ বৃদ্ধি।

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা। বন্ধুর জন্য কোনো বিপদ ঘটতে পারে। আগুন থেকে বিপদের আশঙ্কা। তর্কে জয় লাভ করায় আনন্দ। আর্থিক চাপ বৃদ্ধি। প্রতিবেশীদের জন্য অনেক করেও বদনাম হতে পারে। মাথার যন্ত্রণা হতে পারে। অশান্তি থেকে সাবধান থাকুন। ব্যবসার জন্য কোনো উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা। প্রেমের কারণে বাড়িতে বিবাদ বাড়তে পারে।

মিথুন: (২২ মে – ২১ জুন)

সকালের দিকে রক্তপাত থেকে সাবধান। ব্যবসায় বাড়তি লাভের আশা রাখতে পারেন। প্রিয়জনের কাছ থেকে কটু কথা শুনতে হতে পারে। বন্ধুদের সঙ্গে অর্থ ব্যয়। সঙ্গীতে সাফল্য আসতে পারে। সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে। লিভারের সমস্যায় খরচ। প্রিয় জনের কোনো খারাপ খবর নিয়ে চিন্তা।

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

সমাজের কোনো কাজের দায়িত্ব আজ না নেওয়াই ভালো হবে। নেশার প্রতি আসক্তি ও খরচ বৃদ্ধি। পড়াশোনার কারণে সুনাম বৃদ্ধি। প্রতিবেশীদের সঙ্গে বিবাদে না যাওয়াই ভালো হবে। সন্তানের জন্য বাড়তি খরচ। স্ত্রীর প্রতি অভিমান বৃদ্ধি। কাজের চাপের জন্য শরীরে কষ্ট বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে খরচ বাড়তে পারে।

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

সহকর্মীরা দুর্বলতার সুযোগ নিতে পারেন। সন্তানের ভালো কাজের জন্য গর্ববোধ। ব্যবসায় সমস্যা নিয়ে চিন্তা বৃদ্ধি। বন্ধুদের দিক থেকে কোনো খারাপ কিছু ঘটার আশঙ্কা। প্রেমে বিবাদ বাড়তে পারে। বাইরের কোনো অশান্তি বাড়িতে আসতে দেবেন না। যুক্তিপূর্ণ কথা সুনাম বাড়াতে পারে। সব দিক থেকে আজ খুব ভালো যোগাযোগ হতে পারে। পাওনা আদায়ের জন্য বেশি কষ্ট পেতে হবে না।

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

ব্যবসার ক্ষেত্রে আজ একটু চাপ থাকবে। বুদ্ধির ভুলে কোনো কাজে খুঁত থেকে যেতে পারে। স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনঃকষ্ট বৃদ্ধি। বাড়তি ব্যবসায় আয় বৃদ্ধি। প্রেমের জন্য আনন্দ বৃদ্ধির সঙ্গে চিন্তাও বাড়বে। সন্তানের জন্য উদ্বেগ বৃদ্ধি। কর্মস্থানে ব্যস্ততার জন্য শরীরের কষ্ট বৃদ্ধি। পড়াশোনার জন্য উচ্চপদস্থ ব্যক্তির সঙ্গে আলোচনা।

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

কর্মক্ষেত্রে কোনো নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে। ব্যবসায় বুদ্ধিবলে আয় বৃদ্ধি। গঠনমূলক কোনো কাজে উন্নতি ঘটতে পারে। দুপুরের পরে কাজের প্রতি শারীরিক কষ্টের কারণে অনীহা আসতে পারে। সন্তানের জন্য সুখ বাড়তে পারে। পিতার চিকিৎসার খরচ বৃদ্ধি। সম্পত্তির ব্যাপারে সুবিধা হওয়ার সম্ভাবনা।

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

ব্যবসায় অশান্তি এড়িয়ে চলুন। দূরের কোনো আত্মীয়ের খবর আসবে। প্রেমে অশান্তি বৃদ্ধি। চাকরির স্থানে উন্নতির সুযোগ হাতছাড়া হতে পারে। ব্যবসায় মহাজনের সঙ্গে তর্ক। বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে। কোনো মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি। সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে। বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে। প্রেমের ব্যাপারে অভিমান বৃদ্ধি।

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

শারীরিক কষ্টের জন্য কাজের সময় নষ্ট। স্ত্রীর সঙ্গে সম্পর্কের উন্নতি। কর্মস্থানে বিবাদ থেকে সাবধান থাকা দরকার। সন্তানের জন্য খরচ বাড়তে পারে। ভালো চাকরির সুযোগ কাজে লাগান। আজ মনের মতো আয় হতে পারে। প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না। আজ দুর্ঘটনা থেকে সাবধান থাকা দরকার। মানুষের সেবায় মানসিক শান্তি লাভ।

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

শত্রুর জন্য ভয় বাড়তে পারে। কর্মস্থানে সম্মান নিয়ে চিন্তা। পিতার জন্য বিপদ থেকে উদ্ধার। বাড়তি কোনো খরচ হতে পারে। প্রেমের জন্য মনঃকষ্ট বৃদ্ধি। দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ হতে পারে। আজ ব্যবসার ক্ষেত্র শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে। আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে খুব বুঝে কথা বলুন।

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

আজ কর্মস্থানে সহকর্মীরা আপনার প্রতি রুষ্ট হতে পারেন। স্ত্রীর কথায় বিশেষ ভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন। গুরুজনদের সঙ্গে মনোমালিন্য। পুরনো রোগের জন্য কষ্ট পেতে পারেন। ভুল কথার জন্য গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে। মাত্রাছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনবে। বাসস্থান পরিবর্তনের সম্ভাবনা। সন্তানের ব্যাপারে অভিজ্ঞ কোনো ব্যক্তির সঙ্গে আলোচনা।

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

বেশি উদারতা কারো প্রতি না দেখানোই ভালো। ভ্রমণের সুযোগ আছে। বন্ধুরা আজ আপনাকে কষ্ট দিতে পারেন। স্বামী-স্ত্রীর মধ্যে কোনো কারণে মতান্তর হতে পারে। মহিলা সংক্রান্ত বিপত্তি। আজ কাজের জায়গায় ক্রোধের উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে। উচ্চশিক্ষার্থী ও সরকারি কর্মচারীদের জন্য শুভ দিন। আপনার কোনো ঋণ মকুব হতে পারে। মায়ের সঙ্গে বিবাদ। আজ খুব প্রিয় কারো সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ০৯০৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।