ঢাকা, রবিবার, ২১ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাশিফল

সিংহ-মীনের জীবনে নতুন প্রেম, মিথুনের কর্মে উন্নতি

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৭ ঘণ্টা, জুন ৩০, ২০২২
সিংহ-মীনের জীবনে নতুন প্রেম, মিথুনের কর্মে উন্নতি

আজ ১৬ আষাঢ় জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ৩০ জুন ২০২২ এবং ২৯ জিলকদ ১৪৪৩ রোজ বৃহস্পতিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

দিনটি আপনার শুভ। আপনার জীবনের প্রায় প্রতিটি অংশে কম-বেশি শুভ যোগ থাকবে। তবে শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রেমযোগ শুভ। যাত্রাও শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৪

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

আজকের দিনটি আপনার ক্ষেত্রে মিশ্র। কর্মে এবং ব্যবসাযোগ মিশ্র। প্রেম নিয়ে কিছু সমস্যা দেখা দেবে। তবে বড় সমস্যার যোগ নেই। যাত্রাপথে সতর্ক থাকা দরকার। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৩

মিথুন: (২২মে – ২১ জুন)

আজকের দিনটি আপনার পক্ষে মোটের ওপর শুভ হলেও জীবনসঙ্গীর সঙ্গে অযথা বাকবিতণ্ডা হতে পারে। বন্ধুর সাহায্য লাভ। কর্মে উন্নতি। ব্যবসায়ে মিশ্রযোগ। বিদেশ ভ্রমণের যোগ বর্তমান। যাত্রা শুভ। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

দিনটিতে কোনো কাজ সহজে হাসিল করতে বাধা পাওয়ার আশঙ্কা। পথে সতর্ক থাকুন। বিদেশ যাত্রার পরিকল্পনা ভেস্তে যেতে পারে। প্রেমযোগ শুভ। কর্মযোগ শুভ। ব্যবসায়ে মিশ্রযোগ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ২

সিংহ: (২৩ জুলাই  - ২৩ আগস্ট) 
 
দিনটি আপনার পক্ষে মিশ্র। মাথা ঠাণ্ডা রাখুন। প্রেমে পড়তে পারেন। দাম্পত্য কলহ এড়িয়ে চলুন। কর্মে অলসতা। ব্যবসার লাভের হার কম। শ্লেষ্মা জাতীয় রোগে সমস্যা। যাত্রাপথ শুভ। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কারও কথায় মনে আঘাত পেতে পারেন। কর্মে মানসিক অবসাদ। ব্যবসায়ে মন্দা। শিক্ষাক্ষেত্রে সাফল্য। প্রেমে মিশ্রযোগ। দাম্পত্য জীবন শুভ। চিকিৎসায় ব্যয়। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬

তুলা: (২৪ সেপ্টেম্বর  – ২৩ অক্টোবর)

সমস্যার মধ্যে দিয়ে দিনটা শুরু হলেও মধ্য ভাগে মিশ্র। প্রেম নিয়ে মানসিক চিন্তা। মানসিক হতাশা অন্যের কাছে লুকিয়ে রাখুন। মাথা গরমের কারণে মনোমালিন্য। দাম্পত্য সুখ মিশ্র। কর্মে অস্থিরতা। পথে সতর্ক থাকুন। শুভ রং:  হলুদ, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেমে সমস্যার সমাধান। ব্যবসায়ে আর্থিক মন্দা। কর্মক্ষেত্রে বন্ধুর সাহায্য। পারিবারিক সমস্যা। হজমজনিত সমস্যা ভোগাতে পারে। শুভ রং: সাদা,  শুভ সংখ্যা: ১৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

প্রেমে তৃতীয় ব্যক্তিকে নিয়ে সমস্যা। সংসারে মতবিরোধ বাড়তে পারে। সন্তানকে নিয়ে চিন্তা বজায় থাকবে। শিক্ষা শুভ। কর্মে মিশ্রযোগ আছে। ব্যবসায়ে মন্দা। ভ্রমণ পরিকল্পনা ভেস্তে যেতে পারে। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

আর্থিক লেনদেন বুঝে করুন। নতুন ব্যবসার পরিকল্পনা করতে পারেন। কাজে অলসতা। পরিবারে শান্তি ফিরে আসবে। টাকার অভাব দেখা দেবে। পথে ভোগান্তি। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ৩

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

নতুন সম্পর্ক পরিণতির দিকে এগোতে পারে। দাম্পত্যে সুখ। কর্মযোগ মিশ্র। ব্যবসায়ে আর্থিক মন্দা। শিক্ষায় গাফেলতি। পথে ভোগান্তি। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ১

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

দিনটি মোটের ওপর শুভ। কর্মে শুভ খবর আসতে পারে। ব্যবসায়ে আর্থিক মন্দা। বন্ধু লাভের সম্ভাবনা। নতুন করে প্রেমে পড়তে পারেন। দাম্পত্যযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ১২

বাংলাদেশ সময়: ০৮১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।