ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাশিফল

বৃশ্চিকের নীল শুভ, মেষের লাল

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০২২
বৃশ্চিকের নীল শুভ, মেষের লাল

আজ ২৪ শ্রাবণ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, ০৮ আগস্ট ২০২২ এবং ০৯ মহররম ১৪৪৩ রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ: এরিস (২১ মার্চ–২০ এপ্রিল) 

আত্মবিশ্বাসের অভাব আপনার পরিস্থিতি আরও জটিল করে দেবে। আত্মবিশ্বাস ফিরে পেতে নিজেকে প্রকাশ করুন। প্রেমের ক্ষেত্রে সমস্যা। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৬ 

বৃষ: টরাস (২১ এপ্রিল–২১ মে) 

বড় আর্থিক লেনদেনের ক্ষেত্রে ধীরে চলার সিদ্ধান্ত নিন। বন্ধু ও একইভাবে অচেনা ব্যক্তিদের থেকে সাবধান হোন। প্রেমে বিপর্যয় মোকাবিলা করার জন্য উচ্ছ্বল ও সাহসী হোন। শুভ রং : সাদা, শুভ সংখ্যা : ৯

মিথুন: জেমিনি (২২মে–২১ জুন)
 
দাম্পত্যজীবনে সঙ্গীর মনোযোগের অভাব অনুভব করতে পারেন। দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধু আপনার জন্যই ব্যস্ত ছিলেন। প্রেমযোগ শুভ। শুভ রং: সবুজ, শুভ সংখ্যা: ৮

কর্কট: ক্যানসার (২২ জুন–২২ জুলাই)

জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সৌন্দর্য ধীরে ধীরে সামনে আসবে। বিনিয়োগ করা ও ঝুঁকি নেওয়ার পক্ষে দিনটি ভালো নয়। আর্থিক ক্ষেত্রে সমস্যা আছে। শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৭

সিংহ: লিও (২৩ জুলাই-২৩ আগস্ট)

মতামত চাইলে দেবেন, লজ্জা পাবেন না। মতামতের প্রশংসা পাবেন। বিবাহিত জীবনকে অশান্ত করাবার চেষ্টা হতে পারে। কিন্তু উভয়ের মধ্যের বন্ধনকে নাড়ানো সম্ভব হবে না। শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১২ 

কন্যা: ভার্গো (২৪ আগস্ট–২৩ সেপ্টেম্বর)

মিথ্যা তথ্য পেতে পারেন যা আপনার মধ্যে মানসিক চাপ বাড়াতে পারে। কিছু সমস্যা থাকবে- যেগুলিতে অবিলম্বে দৃষ্টিপাত করা প্রয়োজন। প্রেম নিয়ে সমস্যা বাড়তে পারে। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৯

তুলা: লিব্রা (২৪ সেপ্টেম্বর–২৩ অক্টোবর)

অপ্রত্যাশিত লাভ দেখা যাচ্ছে। প্রেম বা দাম্পত্যের সমস্যা প্রকাশ্যে আনবেন না, অন্যথায় আপনার মানহানির সম্ভাবনা প্রবল। একে অপরের দৃষ্টিভঙ্গি বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন। শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ২১

বৃশ্চিক: স্করপিও (২৪ অক্টোবর–২২ নভেম্বর) 

জমি ও আর্থিক লেনদেনের জন্য ভালো দিন। আপনি কী করবেন আর কী করবেন না আজ সেটা আপনার পরিবারের লোকদের ঠিক করতে দেবেন না। প্রেমের সিদ্ধান্ত নিজে নিন। শুভ রং: নীল, শুভ সংখ্যা: ১৮

ধনু: স্যাজিটেরিয়াস (২৩ নভেম্বর–২১ ডিসেম্বর) 

এমন প্রতিশ্রুতি করবেন না যা আপনার পক্ষে রাখা কঠিন হবে। শুধু প্রশংসনীয় কাজগুলিই করুন। অধিকাংশই অপ্রত্যাশিত উৎস থেকে উপার্জন করবেন। প্রেমযোগ শুভ। শুভ রং : হলুদ, শুভ সংখ্যা: ৩

মকর: কেপ্রিকর্ন (২২ ডিসেম্বর–২০ জানুয়ারি)
  
প্রেমের জন্য ভালো দিন। পরোপকার ও সামাজিক কাজের দিকে আকৃষ্ট হবেন। ভালো কাজে সময় দিয়ে আপনার জীবনে অভূতপূর্ব পরিবর্তন আনতে পারেন। প্রেমযোগ শুভ। শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

কুম্ভ: অ্যাকোরিয়াস (২১ জানুয়ারি–১৮ ফেব্রুয়ারি) 

সন্তানকে বকবেন না। বরং ভালো করার জন্য উৎসাহ দিন। প্রেমের মানুষটি বিরক্ত হবেন যদি আপনি তাদের সঙ্গে সময় না কাটান। আর্থিক দিক শুভ। শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৬

মীন: পাইসেস (১৯ ফেব্রুয়ারি–২০ মার্চ)

কোনো পরিচিত ব্যক্তি ভাবমূর্তি কলঙ্কিত করতে পারে। যদি সত্যিই উপকৃত হতে চান তাহলে অন্যদের দেওয়া উপদেশ শুনুন। প্রেমের ক্ষেত্রে সতর্ক থাকুন।
শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১১

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, আগস্ট ০৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।