ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

রাশিফল

প্রতিবেশীর সহায়তা পাবেন কুম্ভ, প্রেমে সফলতা সিংহের

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
প্রতিবেশীর সহায়তা পাবেন কুম্ভ, প্রেমে সফলতা সিংহের

আজ ২৫ আশ্বিন ১৪২৯, ১০ অক্টোবর ২০২২, ১৩ রবিউল আউয়াল ১৪৪৪, রোজ সোমবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।

মেষ: (২১ মার্চ – ২০ এপ্রিল)

প্রেমের শুভযোগ রাশিচক্রে। আর্থিক বিষয়ে উন্নতির সম্ভাবনা। শুভযোগের সঙ্গে মানসিক চাপও কমতে থাকবে। নিজের স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকুন। সমাজে সম্মান বাড়তে থাকবে। সন্ধ্যের পর পরিস্থিতি শুভ দিকে ঘুরবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৩

বৃষ: (২১ এপ্রিল – ২১ মে)

সিদ্ধান্তগুলি নিজে নিন। অন্য কারো কথা শুনে প্রেমের বিষয়ে সিদ্ধান্ত নেবেন না। দুপুরের পর মানসিক চিন্তা কেটে যেতে পারে। সহকর্মীদের আচরণে ক্ষুব্ধ না হয়ে তাদের সঙ্গে মানিয়ে চলতে চেষ্টা করুন। ব্যবসায়ীদের জন্য শুভ খবর আসতে পারে। যাত্রাযোগ দুপুরের পর শুভ।  

শুভ রং: লাল, শুভ সংখ্যা: ৫

মিথুন: (২২মে – ২১ জুন)

আপনার সততা প্রেমে সফল হওয়ার শক্তিশালী স্তম্ভ। প্রেমের ক্ষেত্রে বাঁকাপথ আশ্রয়ের দরকার হবে না। রাশিচক্র শুভ থাকায় রোজগারের সমস্যা হবে না। তবে পরিকল্পিতভাবে কেউ আপনাকে হেয় করতে পারে। উত্তেজিত হয়ে করা মন্তব্য নিয়ে সমস্যায় পড়তে পারেন। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং: নীল, শুভ সংখ্যা: ৯

কর্কট: (২২ জুন – ২২ জুলাই)

প্রেমের ক্ষেত্রে আপনার দৃঢ়তার অভাব থাকায় তার প্রভাব সম্পর্কে পড়তে পারে। দুপুরের পর প্রাপ্তির সম্ভাবনা বাড়বে। সম্পত্তিযোগ শুভ। শুভ খবর এলে সবাইকে দ্রুত জানাবার ব্যবস্থা নিন। শরীরে অস্বস্তি লাগলে বিশ্রাম নেওয়া দরকার। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ১২

সিংহ: (২৩ জুলাই - ২৩ আগস্ট)

প্রেমের প্রচেষ্টা সফলতার মুখ দেখতে পারে। তবে কিছু বাধা আপনাকে পেরোতে হবে। দুপুরের পর শুভ পরিবর্তন দেখা দেবে। পরিবারের সবাইকে কাছে পাবেন। কর্মক্ষেত্রে অভিজ্ঞতা বাড়বে। অর্থসমস্যা প্রত্যক্ষভাবে নেই। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ৬

কন্যা: (২৪ আগস্ট – ২৩ সেপ্টেম্বর)

কাজের চাপে প্রেমের জন্য সময় দিতে পারবেন না। ব্যবসা বা কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা থেকে সতর্ক থাকুন। আর্থিক সমস্যা। দুপুরের পর থেকে প্রতিকূলতা কমতে পারে। কোনো বিষয় নিয়ে মানসিক যন্ত্রণা হতে পারে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৫

তুলা: (২৪ সেপ্টেম্বর – ২৩ অক্টোবর)

প্রেম নিয়ে হতাশ হবেন না। কিছুটা সময় অপেক্ষা করতে হবে কিন্তু প্রেমের সফলতা আপনার জীবনে আসবে ভাগ্যের নির্ধারিত সময়ে। তাড়াহুড়া করে কোনো লাভ হবে না। দিনের শেষ অংশ কিছুটা বাধাবহুল। কর্মযোগ শুভ। যাত্রাযোগে মিশ্র ফললাভ।

শুভ রং: বেগুনি, শুভ সংখ্যা: ৯

বৃশ্চিক: (২৪ অক্টোবর – ২২ নভেম্বর)

প্রেমযোগ আছে, তবে এ বিষয়ে তৃতীয় ব্যক্তির সঙ্গে আলোচনা না করাই শুভ। সঠিকভাবে ব্যবসায় হিসাব না রাখলে আইনি সমস্যার মুখে পড়তে পারেন। দিনের শেষে বকেয়া কাজ সুসম্পন্ন হতে পারে। যাত্রাযোগ বিকেলের পর শুভ।

শুভ রং: হলুদ, শুভ সংখ্যা: ৬

ধনু: (২৩ নভেম্বর – ২১ ডিসেম্বর)

বাইরের সমস্যা প্রেমের ক্ষেত্রে বা দাম্পত্য জীবনে প্রভাব বিস্তার করবে। আত্মীয়দের কারণে মনের শান্তিতে ব্যাঘাত হতে পারেন। কাজের পরিকল্পনা বদল করতে হতে পারে। স্বাস্থ্যের দিকে নজর রাখুন। সন্তানের জন্য দুশ্চিন্তা থাকবে। যাত্রাযোগ শুভ।

শুভ রং: সাদা, শুভ সংখ্যা: ১৯

মকর: (২২ ডিসেম্বর – ২০ জানুয়ারি)

প্রেমের জন্য দিনটি শুভ। তবে প্রেমের বিষয়ে তাড়াহুড়া করবেন না। মন চঞ্চল থাকায় কাজে ভুল হতে পারে। আপনার বিরুদ্ধে কর্মক্ষেত্রে গাফিলতির অভিযোগ উঠতে পারে। কর্মক্ষেত্রে গ্রহগত বাধার ফলে কাজের অগ্রগতিতে কিছুটা সমস্যা হতে পারে। যাত্রাযোগ মিশ্র।

শুভ রং : সবুজ, শুভ সংখ্যা : ২

কুম্ভ: (২১ জানুয়ারি – ১৮ ফেব্রুয়ারি)

প্রেমে সফলতার জন্য আপনাকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। পরিবারের তরফে কিছু কিছু সমস্যা আসবে। প্রতিবেশী কারও সহায়তা পেতে পারেন। গুরুত্বহীন কাজে অর্থ ব্যয় হতে পারে। যাত্রাযোগে বাধা।

শুভ রং: বাদামি, শুভ সংখ্যা: ১০

মীন: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ)

প্রেম নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে। মাথা ঠাণ্ডা না রাখতে পারলে সমস্যা বাড়বে। আত্মীয়দের মধ্যে কোনো ক্ষুদ্র কারণে দূরত্ব বেড়ে যেতে পারে। নিজের উদ্দেশ্য সফল হবেন। যাত্রাযোগ শুভ। তবে রাস্তা পারাপারের সময় বিশেষভাবে সতর্ক থাকুন।

শুভ রং: আকাশি, শুভ সংখ্যা: ১১

বাংলাদেশ সময়: ০৮৪৬ ঘণ্টা, অক্টোবর ১০, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।