ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাশিফল

ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে কুম্ভের

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে কুম্ভের

আজ ১২ নভেম্বর, রোজ শনিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

ধনু : জনসংযোগ বাড়বে। কোনো অংশীদারি কাজের প্রস্তাব পেতে পারেন। বিতর্ক ও মতপার্থক্যের কারণে সমস্যা হতে পারে। উন্নতির ক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। প্রতিশ্রুতি রক্ষায় মনোযোগ দিন।

মকর : কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অগ্রগতি হতে পারে। কাজের চাপ থাকবে। কোনো প্রচেষ্টায় অযথা বিলম্ব হবে। কোনো সুযোগ নষ্ট হতে পারে। দ্বন্দ্ব-সংঘাত থেকে দূরে থাকুন। শরীর ভালো রাখুন।

কুম্ভ : আকস্মিক কোনো ইতিবাচক পরিবর্তন ঘটতে পারে। বন্ধুর সঙ্গে আর্থিক বিষয়ে আলোচনায় অগ্রগতি হবে। অর্থের ঘর শুভ। ব্যবসায় ভালো সুযোগ আসতে পারে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন।

মীন : পারিবারিক কাজে ব্যস্ত থাকতে পারেন। কিছু অর্থাগম হলেও ব্যয় বৃদ্ধি পাবে। উত্সাহ দৃঢ় হবে। জটিলতার কিছুটা অবসান হবে। অহেতুক বিতর্কে জড়াবেন না। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।

মেষ : কর্মক্ষেত্রে পূর্বের যোগাযোগ কাজে লাগবে। আয় কমবেশি বাড়বে। প্রতিকূল পরিস্থিতি হঠাত্ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। ব্যবসায় আশানুরূপ আয়ের সম্ভাবনা আছে। প্রচেষ্টা অব্যাহত রাখুন। সুস্থ থাকুন।

বৃষ : অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। মনের ওপর বিরূপ প্রতিক্রিয়া আপনার কাজের গতি কমিয়ে দিতে পারে। পরিশ্রমের সুফল পাবেন। হাতছাড়া হয়ে যাওয়া সুযোগ ফিরে আসতে পারে। সিদ্ধান্তে স্থির থাকুন।

মিথুন : ভালো কোনো পরিবর্তন আসতে পারে। আপনার দৃঢ়তা ও বিশ্বস্ততা অন্যের দৃষ্টি আকর্ষণ করবে। ভ্রমণে সতর্কতা প্রয়োজন। সঠিক কাজটি সঠিক সময়ে করার চেষ্টা করুন। অন্যদের সঙ্গে মিলেমিশে কাজ করুন।

কর্কট : কোনো খবরে উত্সাহিত হবেন। গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হতে পারে। পাওনা আদায়ে বিলম্ব। সিদ্ধান্তহীনতার কারণে কাজে বিঘ্ন ঘটতে পারে। ধৈর্য না হারালে ভালো থাকবেন। ঝুঁকিপূর্ণ কাজ করবেন না।

সিংহ : উন্নতির যোগ আছে। ভালো কাজে সুনাম হবে। নতুন যোগাযোগে পরিবেশ অনুকূলে থাকবে। ব্যবসায় শুভ যোগ। আয়ের পরিধি বাড়বে। পুরনো সম্পর্ক নবায়ন হতে পারে। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।

কন্যা : কোনো পরিকল্পনার অগ্রগতি হতে পারে। কর্মক্ষেত্রে অন্যের সহযোগিতা পাবেন। কোনো লাভজনক কাজের সুযোগ আসতে পারে। পুরনো সমস্যা কাটিয়ে উঠতে পারবেন। মানসিক স্থিরতা প্রয়োজন।  

তুলা : শিক্ষার্থীদের পড়াশোনায় অগ্রগতি হবে। পূর্বের তুলনায় মানসিক চাপ কমবে। ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত আলোচনায় অগ্রগতি। কারো উপদেশ কাজে লাগতে পারে। প্রিয়জনের মতামতকে অগ্রাধিকার দিন।

বৃশ্চিক : নতুন পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত। ঘনিষ্ঠ কারো সঙ্গে বাদানুবাদ হতে পারে। ন্যায্য প্রাপ্তিতে বাধা আসবে। আবেগজনিত ঝামেলা সমস্যায় ফেলতে পারে। নতুন সুযোগের অপেক্ষা করুন। ধৈর্য ধরুন।

বাংলাদেশ সময়: ১১২৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।