ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

রাশিফল

অকারণে ব্যয় বাড়বে সিংহের

রাশিফল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
অকারণে ব্যয় বাড়বে সিংহের

আজ ১৩ নভেম্বর, রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

দুই-ই সত্যি, যদি আপনি মানেন , জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।

সিংহ : কোনো সংবাদে বিচলিত হতে পারেন। কোনো আত্মীয়ের জন্য উৎকণ্ঠা। অকারণে ব্যয় বাড়বে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ নিতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন। সিদ্ধান্তে স্থির থাকুন।

মীন : অপ্রত্যাশিত যোগাযোগে আয় বাড়তে পারে। কাজের স্বীকৃতি পাবেন। প্রেম-প্রণয় শুভ। বন্ধুস্থানীয় ব্যক্তির সাহচর্যে আনন্দ পাবেন। নিজ গুণে প্রশংসিত হবেন। অতীতের সুখস্মৃতিতে আনন্দ পাবেন।  

বৃষ : কোনো সংবাদে আশাবাদী হবেন। আর্থিক যোগাযোগ বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। কোনো ভুল তথ্যের কারণে সমস্যা হতে পারে। গতিশীল দৃষ্টিভঙ্গি নিয়ে এগোতে হবে। ভ্রমণ শুভ।

ধনু : কাছের কারো সাফল্যে আনন্দিত হবেন। দক্ষ ব্যবস্থাপনার অভাবে কাজে বিঘ্ন ঘটতে পারে। কোনো সুযোগ হাতছাড়া হতে পারে। প্রত্যাশা পূরণে প্রচেষ্টা অব্যাহত রাখুন। সিদ্ধান্তহীনতায় ভুগবেন না।

মকর : প্রত্যাশিত কাজকর্মে বাধার আশঙ্কা। আর্থিক অবস্থা গতানুগতিক। শিক্ষার্থীদের একাগ্রতার অভাব। পারিবারিক সমস্যার সমাধান হবে। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। স্বাস্থ্যের প্রতি নজর দিন।

কুম্ভ : কর্মপ্রার্থীদের যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। অন্যের কারণে কাজে ব্যাঘাত ঘটতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসতে পারে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠুন। নিজেকে নিয়ন্ত্রণে রাখুন।

মেষ : পরিবারের কল্যাণচিন্তায় উদ্বেগ থাকতে পারে। কাজে দায়িত্ব বাড়বে। প্রিয় মানুষের সান্নিধ্যে সময় ভালো কাটবে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। অন্যের ওপর নির্ভরশীলতা কমাতে হবে।

মিথুন : অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। পুরনো সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। অন্যের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা প্রমাণ করতে পারবেন। মন ভালো রাখুন।

বৃশ্চিক : কোনো পরিকল্পনায় পরিবর্তন আনতে পারেন। ব্যবসায় জটিলতা দূর হবে। পাওনা আদায়ে কিছুটা অগ্রগতি হবে। প্রেমে আন্তরিকতা বাড়বে। বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। ভ্রমণ শুভ।

কর্কট : উৎসাহ ও উদ্যমে অগ্রপথিকের ভূমিকা নিতে পারবেন। আপনার কাজে অন্যকে প্রভাবিত করতে পারবেন। আর্থিক বিষয়ে দুশ্চিন্তা কমবে। দূরদৃষ্টির সঙ্গে অর্থের সদ্ব্যবহার করুন। সুস্থ থাকুন।

কন্যা : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। আয়ের ক্ষেত্রে আগের তুলনায় আশাপ্রদ, তবে দিনের শেষে অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে পারবেন। প্রিয়সঙ্গ আনন্দ দেবে।

তুলা : কোনো লাভজনক কাজ হাতে আসতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনায় অন্যের সহযোগিতা পাবেন। সন্তোষজনক ফলাফল পেতে সুন্দরভাবে সব কিছু পরিকল্পনা করতে হবে। প্রচেষ্টা অব্যাহত রাখুন। ভালো থাকুন।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২২
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।