ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

পানিশূণ্যতায় ভুগছিলেন হিলারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
পানিশূণ্যতায় ভুগছিলেন হিলারি

৯/১১ এর স্মরণসভায় যোগ দিতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাট প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনকে নিয়ে নানা কথাই চলছে। এ নিয়ে প্রতিদ্বন্দ্বী ডনাল্ড ট্রাম্পের বক্তব্যেও অনেকে বিরক্ত।

তবে হিলারি সমর্থকদের জন্য দ্রুতিই সুখবর দিয়েছেন তার স্বামী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি জানিয়েছেন, হিলারি এখন ভালো আছেন। আসলে টানা ক্যাম্পেইনে থাকার কারণে তার শরীরে পানিশূন্যতা দেখা দিয়েছিলো। এখন অনেকটাই ধকল কাটিয়ে উঠেছেন। শিগগিরই ক্যাম্পেইনে যোগ দেবেন।

সাংবাদিক চার্লি রোজকে বিল ক্লিনটন বলেন, হিলারি এখন ভালো আছেন। গত রাতে ঘুমুতে যাওয়ার আগে ভালোই বোধ করছিলেন। পিবিএস টেলিভিশনে রোজকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিনটন আরও বলেন, রাতে তার ভালো ঘুম হয়েছে। এখন ভালো আছেন। পানি শূন্যতার কারণেই এমনটা হয়েছে।

নাইন/ইলেভেনের ওই অনুষ্ঠানে হিলারি অসুস্থ হয়ে পড়েন। ভিডিও ফুটেজে দেখা যায় তাকে ধরাধরি করে গাড়িতে তোলা হচ্ছে। পরে তার চিকিৎসকরা জানান হিলারি নিউমোনিয়ায় ভুগছেন। তবে সে বিষয়ে জনসমক্ষে কিছু বলেন তিনি। এর আগেও এক দুইবার পানিশূন্যতার কারণে হিলারিকে এমন অবস্থায় পড়তে হয়েছে বলেও জানান বিল ক্লিন্টন।

বাংলাদেশ সময় ১৭৪৯ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর, ২০১৬
এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।