ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ফেসবুকে ভোটের আমেজে...উৎসবে

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ফেসবুকে ভোটের আমেজে...উৎসবে

হ্যাপি ইলেকশন ডে... এভাবেই ভোটের দিনের প্রত্যুষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পর্শিয়া সুলতানা। তিনি থাকেন নিউইয়র্কের ফরেস্ট হিলস এলাকায়।

নিউইয়র্ক থেকে: হ্যাপি ইলেকশন ডে... এভাবেই ভোটের দিনের প্রত্যুষে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন পর্শিয়া সুলতানা। তিনি থাকেন নিউইয়র্কের ফরেস্ট হিলস এলাকায়।

ফেসবুকে এই শুভেচ্ছা জানিয়েছেন তিনি। আর বাংলানিউজকে তিনি জানান, ভোট দিতে যাচ্ছেন। সকালেই তার স্বামী আহসানুল করিম ভোট দিয়ে কাজে চলে গেছেন। প্রতিবেশী দুই একজনের সঙ্গে তিনিও ভোট দিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

বাল্টিমোর থেকে বাংলাদেশি আমেরিকান সামিরা শারমিন ভোটের সকালে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ভোট দিতে ভুলবেন না... আর সঠিক প্রার্থী নির্বাচন করুন। নিজের ভোটের পাশাপাশি সবাইকে তিনি এই আহ্বানই জানিয়েছেন।

ভার্জিনিয়ার আবুবকর হানিপ জানিয়েছেন তিনি ভোট দিতে যাচ্ছেন স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে। হানিপ জানালেন, পরিবারের সবাইকে নিয়ে ভোট দিতে যাওয়ার মজাই আলাদা। এবারের ভোটকে তার কাছে উৎসবের মতো মনে হচ্ছে।

নিউইয়র্কের জ্যামাইকার অধিবাসী বাংলাদেশি আইসিটি প্রফেশনাল ও গায়ক রায়ান তাজ লিখেছেন, আমি যুক্তরাষ্ট্রে আমার সকল নাগরিক বন্ধু, পরিবার ও ভক্তদের অনুরোধ করছি হিলারিকে ভোট দিন।  

ভার্জিনিয়ার অপর বাংলাদেশি সীমা খান লিখেছেন, আমার ভোট হয়ে গেছে... আপনিও ভোট দিন। আরেকটি প্লাকার্ড প্রকাশ করে বলেছেন, এখন ভোট না দিলে পরে অভিযোগ করতে পারবেন না।   জাকির হোসেন আরজু, নিউইয়র্কের সংস্কৃতি জগতের পরিচিত মুখ, তিনি তার স্ট্যাটাসে লিখেছেন আজকে ট্রাম্পের উপর ওভার ট্রাম্প করবেন হিলারি ক্লিনটন। তিনি হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

এতে সায় জানিয়েছেন জাকির খান নামে অপর নিউইয়র্কার। সফল আবাসন ব্যবসায়ী এই বাংলাদেশি আমেরিকান তার ফেসবুকে প্রকাশ করেছেন বাংলানিউজের একটি খবর যাতে তিনি বলেছেন শতভাগ আশাবাদী এই নির্বাচনে তাদেরই জয় হচ্ছে।

নির্বাচনী প্রচারণায় হিলারি ক্লিনটনের একটি ছবি প্রকাশ করেছেন জিয়া মিজান। তাতে হিলারির পাশে রয়েছেন তার ছোট ভাই যুক্তরাষ্ট্রের হিউস্টন ইউনিভার্সিটির কেমিস্ট্রির অধ্যাপক ড. মজিবুল হক মাসুম।

নিজে উৎসাহ বোধ না করলেও অন্যের উদ্দীপনা উপভোগ করছেন সামিউল ইসলাম। ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, হিলারি বা ট্রাম্প যেই জিতুক তাতে আমার কিছুই যায় আসে না কারণ ওরা সবই এক| শুধু মুদ্রার এপিঠ আর ওপিঠ| এই ইলেকশন নিয়ে কোন উত্তেজনাও বোধ করছি না কিন্তু দেশ কিংবা বিদেশের অনেক লোকের উত্তেজনা দেখে ভাল লাগছে।

ফিলাডেলফিয়া থেকে শেখ খুরশান লিখেছে, হিলারি ক্লিনটনকে ভোট দেওয়ার জন্য আমরা সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। কমান্ডার ইন চিফ হওয়ার যোগ্য তিনি। সকলের সহযোগিতায় হিলারিই হতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রথম নারী প্রেসিডেন্ট।

নিউইয়র্কের ব্রঙ্কস থেকে এ বছরও অ্যাসেম্বলিম্যান হিসাবে নির্বাচন করছেন লুইস সেপুলভুদা। বাংলাদেশি কমিউনিটিতে সুপরিচিত এই অ্যাসেম্বলিম্যানকে সবাই লুইসভাই বলেই ডাকেন। লুইস তার স্ট্যাটাসে সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

মেহেরুন্নেসা জোবাইদা নামে অপর নিউইয়র্কার সবাইকে ভোট দিতে যাওয়ার আহ্বান জানিয়ে লিখেছেন- যারা প্রেসিডেন্ট পদপ্রার্থীকে কোনভাবেই ভোট দেবেন না বলে ঠিক করেছেন তারাও যেন ভোট দিত যান। কারণ এই ভোটে কেবল যে প্রেসিডেন্ট পদপ্রার্থীরা লড়ছেন তাই না, এখানে সিনেটের প্রার্থীরা লড়ছেন, লড়ছেন নিউইয়র্ক স্টেটের পদপ্রার্থীরাও। তাদের ভোট দিতে হলেও যেতে হবে ভোটকেন্দ্রে।

কানেকটিকাটের বাসিন্দা ফারুক ওয়াহিদ তার স্ট্যাটাসে মার্কিন সমাজসেবী ও ব্যাংকার ডরিন ফক্স ক্যালসির উদ্ধৃতি তুলে ধরেছেন। ডরিন বলেছেন- আমাদের দেশের (মার্কিন যুক্তরাষ্ট্রের) যেসব মানুষ আন্তর্জাতিক সম্পর্ক ও শান্তির প্রয়োজনীয়তা বুঝতে পারেন তারা অবশ্যই হিলারিকে নির্বাচিত করতে চান, যারা নারীদের সম্মান করেন তারা হিলারিকে চান।

আরও পড়ুন

**‘সকালেই এতো ভোটারের উপস্থিতি আর দেখিনি’
**বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে

**বাংলা ব্যালটে ভোট যুক্তরাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে
** প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলাদেশ সময়: ২৩৩৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
এমএমকে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।