ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ইউএসএ প্রেসিডেন্ট নির্বাচন

হিলটনে জোর হাঁক, ‘হিলারিকে জেলে ভরো’ (ভিডিও)

মাহমুদ মেনন, হেড অব নিউজ | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫০ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৬
হিলটনে জোর হাঁক, ‘হিলারিকে জেলে ভরো’ (ভিডিও) ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

প্রেসিডেন্ট নির্বাচনে দেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবর আসছে, আর এর সঙ্গে সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে চলছে ট্রাম্প সমর্থকদের উল্লাস-চিৎকার। সবার মুখে এখন একটাই স্লোগান, ‘লক হার আপ’ (হিলারিকে জেলে ভরো)।

হিলটন হোটেলের সামনে থেকে (নিউইয়র্ক): প্রেসিডেন্ট নির্বাচনে দেশের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে ডোনাল্ড ট্রাম্পের এগিয়ে থাকার খবর আসছে, আর এর সঙ্গে সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটনের হিলটন হোটেলের সামনে চলছে ট্রাম্প সমর্থকদের উল্লাস-চিৎকার। সবার মুখে এখন একটাই স্লোগান, ‘লক হার আপ’ (হিলারিকে জেলে ভরো)।

আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল ঘোষণা না হলেও বেসরকারিভাবে এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে ট্রাম্পই জিততে যাচ্ছেন বলে মনে করা হচ্ছে। এই ফল আসার সঙ্গে সঙ্গে ম্যানহাটনের ৬ নম্বর অ্যাভিনিউয়ের ৫৫ নম্বর স্ট্রিটের হিলটন হোটেলের সামনে জড়ো হয়েছেন ট্রাম্প সমর্থকরা। রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের নির্বাচনের ফলাফল পরবর্তী আয়োজন এই হোটেলের সামনেই হবে।

জড়ো হওয়া সমর্থকদের কারও হাতে ‘ট্রাম্প’র নাম ও ছবি আঁকা পতাকা, কারও হাতে রিপাবলিকান দলের পতাকা, কারও হাতে বন্দুকের (গান) ছবি ‍আঁকা ব্যানার দেখা যায়। ‍আবারও কারও কারও হাতে থাকা ব্যানার-ফেস্টুনে ‘লায়ার হিলারি’ (মিথ্যাবাদী হিলারি), ‘ক্রুক হিলারি’ (ষড়যন্ত্রী হিলারি) স্লোগানও দেখা যায়।  

রিপাবলিকান এই কর্মী-সমর্থকরা যেমন স্লোগান দিচ্ছেন ‘লক হার ‍আপ’, তেমনি স্লোগান দিচ্ছেন প্রেসিডেন্ট বারাক ওবামা ও সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের বিরুদ্ধেও। আগামী ২০ জানুয়ারি ওবামার শেষ দিন বলেও স্লোগান দিচ্ছেন তারা।

এখন সংবাদকর্মীদেরও ভিড় লেগে গেছে হিলটন হোটেলের সামনে।  

এখানে জড়ো হওয়া এক ট্রাম্প সমর্থকের সঙ্গে কথা হয় বাংলানিউজের। তিনি বলেন, “আমরা খুব খুশি, ট্রাম্প প্রেসিডেন্ট হচ্ছেন বলে। এ নির্বাচনে হিলারির ভরাডুবির পেছনে বারাক ওবামা সরকারের দুর্নীতি দায়ী। ”

ওই সমর্থক বলেন, “ট্রাম্প প্রেসিডেন্ট পদে দায়িত্ব নিলে আগামী ৪ বছরে আমেরিকাকে আবারও গ্রেট করে তুলবেন। ” 

মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলে দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, “আমাদের অনেক সমস্যাই আছে, এসব সমস্যার সমাধান করতে হবে। ”এদিকে, হিলটন হোটেলের সামনে যেমন কর্মী-সমর্থকদের ভিড় লেগেছে, তেমনি এখানে জড়ো হয়েছেন ট্রাম্পের ছবি ও নামে আঁকা টি-শার্ট এবং ক্যাপ বিক্রেতারাও। তাদের চোখে-মুখেও উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে।

অন্যদিকে, নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র করে সারাদেশের পাশাপাশি ম্যানহাটনের ৬ নম্বর অ্যাভিনিউসহ পুরো নিউইয়র্কজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে স্থানীয় পুলিশ। যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়, সেজন্য উল্লাস-উচ্ছ্বাসেও রাখা হচ্ছে নজরদারি।

স্থানীয় সময় রাত দেড়টা (বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টা) পর্যন্ত সবগুলো ইলেক্টোরাল কলেজের ফল না এলেও যা এসেছে, তাতে প্রেসিডেন্ট হতে মাত্র ৬ ভোট দূরে ট্রাম্প, বিপরীতে হিলারির লাগবে ৫৫ ভোট। সেজন্য ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের ৪৫তম প্রেসিডেন্ট ধরে নিয়ে বিজয় ৠালির প্রস্তুতি নিচ্ছেন রিপাবলিকান প্রচারণা শিবিরের সংগঠকেরা।

বাংলাদেশ সময়: ১২৩২ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৬
এইচএ/এমএমকে/

আরও পড়ুন
** আলো বাড়ছে জ্যাকব জ্যাভিটস সেন্টারে!​
** ৫ বলে ২০ রান করতে হবে ট্রাম্পকে, যা প্রায় অসম্ভব
**দুপুর-বিকেলে বেড়েছে ভোটের ভিড়, বয়স্করা কেন্দ্রে (ভিডিও)
** যুক্তরাষ্ট্রে বাংলাদেশিরা ফেসবুকে ভোটের আমেজে...উৎসবে​
**‘সকালেই এতো ভোটারের উপস্থিতি আর দেখিনি’
**বাংলাদেশিরা ভোট দিচ্ছেন উৎসবের আমেজে
**বাংলা ব্যালটে ভোট যুক্তরাষ্ট্রে, কেন্দ্রে কেন্দ্রে ভিড় বাড়ছে
** প্রেসিডেন্ট নির্বাচনে ভোট দিচ্ছেন নিউইয়র্কের বাঙালিরা (ভিডিও)
** ক্রিস্টাল প্যালেস প্রস্তুত হিলারির জন্য, ট্রাম্পের জন্য হিলটন​
** ট্রাম্পের হারে রক্ষা পাবে আমেরিকা, বললেন হানিপ
** শতভাগ আশাবাদী আমরাই জিতে যাচ্ছি, বললেন জাকির খান
** ব্যালট ব্যবচ্ছেদ: এক ব্যালটে কত ভোট, কতই না বিষয়
** স্বস্তির জন্য এসে অস্বস্তিতে, এলএতে আগাম ভোটে দীর্ঘ লাইন
** 'হিলারিই প্রেসিডেন্ট হচ্ছেন...দ্যাটস ইট'
** ডালাসের চামেলীতে চায়ের কাপে ভোটের ঝড়
** আর্লি ভোটের শেষ দিন টেক্সাসে, আমি ভোট দিয়েছি, তুমিও দাও
** নির্বাচনী ভীতি সৃষ্টি করছে ট্রাম্প ক্যাম্পেইন
** জয়ের পথেই হাঁটছেন হিলারি, বললেন আজিজ আহমদ
** রশিদ মালিক হবে একটি পরিবর্তনের নাম, প্রত্যাশা নিউইয়র্কে
** কংগ্রেসম্যান প্রার্থী রশিদ মালিকের জন্য তহবিল সংগ্রহ নিউইয়র্কে
** সব সম্পাদক এক মঞ্চে, হিলারির পক্ষে অনন্য বাংলাদেশি আয়োজন
**ভূত নেমেছে শহরে! বয়েছে ক্যান্ডির ঝড়
** কোমে বোমায়ও হিলারি অটল, অপ্রতিরোধ্য
** শ্বেতভবনের বাসিন্দা কে হবেন? কে যোগ্য!
** হুমাকে নিয়ে সংকটে হিলারি!
** হিলারিকে ভোট দিতে প্রস্তুত ওয়াশিংটনের বাংলাদেশি কমিউনিটি
** নির্বাচনী জরিপের চড়াই-উতরাই, কনফিউজড অনেকেই​
** নির্বাচনী সহিংসতার শঙ্কা প্রকট হচ্ছে যুক্তরাষ্ট্রে
** আর্লি ভোটে আর্লি তুষারপাত, মূল ভোটে কি হবে!
** মুসলিম ডেমোক্র্যাটরা সক্রিয়, রয়েছেন বাংলাদেশিরাও
** বোস্টনে ভোট ক্যাম্পেইনের এক উপভোগ্য সন্ধ্যা
** বোস্টনে মিললো ভোটের বিলবোর্ড
** হিলারির জন্য প্রচারে আমেরিকান মুসলিমদের র‌্যালি রোববার
** জ্যাকসন হাইটসের আড্ডায় ট্রাম্প আতঙ্ক​
** বহু জাতির দেশে বহুমুখী ভোট, বহু তার সমীকরণ
** আবহাওয়া ঠাণ্ডা, ভোটের হাওয়া কী গরম!​
** অদ্ভুত এক নির্বাচনের দেশে!
** 
প্রেসিডেন্ট নির্বাচন কাভার করতে বাংলানিউজ’র মেনন যুক্তরাষ্ট্রে


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।