বাগেরহাট: ‘যুক্তির আলোয় মুক্তির জয় গান’ স্লোগানে বাগেরহাটে প্রথমবারের মতো বসুন্ধরা সিমেন্ট এনডিএফ বিডি (ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ) জেলা বিতর্ক উৎসব-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ জানুয়ারি) সকালে নয়টি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিতার্কিকরা জড়ো হতে থাকেন শহরের শালতলাস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামের সামনে।
পরে অডিটোরিয়ামের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বসুন্ধরা সিমেন্টের সহযোগিতায় এনডিএফ বিডি বাগেরহাট জেলা শাখার আয়োজনে আনুষ্ঠানিকভাবে এই উৎসব শুরু হয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থী ও বিতার্কিকদের মিলনমেলায় পরিণত হয় আয়োজনস্থল। এতবড় বিতর্ক উৎসবে অংশ নিতে পেরে খুশির কথা জানান বিভিন্ন স্থান থেকে আসা শিক্ষার্থীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। বক্তব্য দেন এনডিএফ বিডির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম শোয়েব, মহাপরিচালক এম আলমগীর, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আব্দুর রব চৌধুরী প্রমুখ।
এসময় বাগেরহাট জেলা শিক্ষা কর্মকর্তা এসএম ছায়েদুর রহমান, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মুখার্জী, বিতর্ক উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক এস কে এ হাসিব, সদস্য সচিব শেখ সাকির হোসেন, প্রধান সমন্বয়ক আবিদা সুলতানা, সমন্বয়ক মাহবুবুর রহমান সুজন, সরদার ইনজামামুল হকসহ পাঁচ শতাধিক বিতার্কিক উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠান ও অতিথিদের স্মারকলিপি প্রদান শেষে একে একে জনপ্রিয় শিশু বিতর্ক, সংসদীয় বিতর্ক, পেশাজীবী বিতর্ক, প্লানচেট বিতর্ক, সনাতনী বিতর্ক, বারোয়ারী বিতর্ক, পাবলিক স্পিকিং এবং কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
দুপুরের পর শিক্ষার্থীদের নিয়ে ইংলিশ ডিবেট ওয়ার্কশপ এবং সনাতনী বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত হয়। বিভিন্ন স্থান থেকে আসা কৃতি বিতার্কিকরা প্রশিক্ষণ দেন এই কর্মশালায়।
অনুষ্ঠান চলাকালে বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, যদুনাথ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ঝিমি মন্ডল, বহুমুখী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ফারহানা আক্তারসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি যোগ দেন।
সন্ধ্যায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম। বিশেষ অতিথি ছিলেন কর কমিশনার মহিদুল ইসলাম, বসুন্ধরা সিমেন্টের প্রধান বিপণন কর্মকর্তা শাহ জামাল শিকদার, বসুন্ধরা গ্রুপের ডিজিএম মাসুদুর রহমান।
দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা সিমেন্টের সহায়তায় বিতর্ক উৎসবে অংশ নেওয়া শিক্ষার্থীদের বসুন্ধরা খাতাসহ বিভিন্ন উপহার সামগ্রী দেওয়া হয়।
আয়োজকরা জানান, বাগেরহাটের শিক্ষার্থীদের মধ্যে কুসংস্কার দূর করতে এবং তাদের যুক্তিবাদী মানুষ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এই আয়োজন। জেলার নয়টি উপজেলার শতাধিক প্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং সংগঠকসহ প্রায় পাঁচ শতাধিক মানুষের মিলনমেলায় পরিণত হয় এই আয়োজন।
এই উৎসব বাগেরহাটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দক্ষ বিতার্কিক গড়ে তুলতে ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।
বাংলাদেশ সময়: ১৮২৬ ঘণ্টা, ১৭ জানুয়ারি, ২০২৫
এইচএ/