ঢাকা, সোমবার, ২৭ মাঘ ১৪৩১, ১০ ফেব্রুয়ারি ২০২৫, ১০ শাবান ১৪৪৬

অন্যান্য

ইস্ট ওয়েস্ট মিডিয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৫
ইস্ট ওয়েস্ট মিডিয়ায় ইনসাফ বারাকাহ হাসপাতালের ফ্রি মেডিকেল ক্যাম্প ফিতা কেটে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বিএফইউজের মহাসচিব কাদের গণি চৌধুরী, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজসহ অতিথিরা।

ঢাকা: ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড পিএলসির সঙ্গে স্বাস্থ্যসেবা সংক্রান্ত চুক্তি করেছে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতাল। এর আওতায় সাংবাদিক, কর্মকর্তা, কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং স্বাস্থ্যসেবায় বিশেষ ছাড় পাবেন।

এ সংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন।  

রোববার (৯ ফেব্রুয়ারি) এ উপলক্ষে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ কমপ্লেক্সে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে প্রায় পাঁচ শতাধিক সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীর রক্তের সিরাম ক্রিয়েটিনিন পরীক্ষা, ব্লাড প্রেসার, পালস চেকআপসহ চিকিৎসকের পরামর্শ বিনামূল্যে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. ইয়াসিন হোসেন পাভেল, বাংলাদেশ প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক আবু তাহের, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের নির্বাহী সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, নিউজ টোয়েন্টিফোর টেলিভিশনের স্বাস্থ্যবিষয়ক সিনিয়র সাংবাদিক আতাউর রহমান কাবুল, ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজার (এইচআর) আরিফুর রহমান প্রমুখ।

এ সময় ইনসাফ বারাকাহ হাসপাতালের পক্ষে উপস্থিত ছিলেন- জেনারেল ম্যানেজার (হেড অব অ্যাকাউন্স অ্যান্ড ফাইন্যান্স) মোজাফফর হাসান খান মজলিস, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. হাফিজুর রহমান, বারাকাহ স্পেশালাইজড হাসপাতালের ডিরেক্টর মো. নজরুল ইসলাম শাওন, ডেপুটি সুপারিনটেনডেন্ট ডা. মো. সিরাজ উদ্দিন, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিপণন ও মিডিয়া ইনচার্জ) এইচ এম দুলাল, পাবলিক রিলেশনস অফিসার মো. সোহরাব আকন্দ, সিনিয়র এক্সিকিউটিভ (করপোরেট) মো. হিরো মিয়া, এক্সিকিউটিভ মো. মোবারক করিম, মো. ইমরান হোসেন, সিনিয়র স্টাফ নার্স আশা রানী রায়, সোনালী আক্তার, প্যাথলজিক্যাল টেকনোলজিস্ট মুক্তা আক্তার, মো. হেলাল, রুবিনা প্রমুখ।

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাদের গণি চৌধুরী বলেন, স্বাস্থ্যই সকল সুখের মূল। কিন্তু বাস্তবতা হলো, চাকরির প্রতি আমরা সিরিয়াস হলেও নিজেদের স্বাস্থ্যের প্রতি উদাসীন। অথচ অসুখ হলে ব্যয়বহুল চিকিৎসা চালাতে গিয়ে আমরা নিঃস্ব হয়ে পড়ি। তাই শুধু চাকরি বা টাকার পেছনে ছুটে চলা নয়, বরং স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি।  

কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ বলেন, ইনসাফ বারাকাহ হাসপাতালকে অশেষ ধন্যবাদ যে আমাদের মিডিয়া গ্রুপের সাংবাদিক-কর্মচারীদের সুলভে চিকিৎসাসেবায় ওনারা একটি চমৎকার উদ্যোগ নিয়েছেন। এটি অবশ্যই প্রশংসার দাবিদার।

ইনসাফ বারাকাহ হাসপাতালের জেনারেল ম্যানেজার মো. মোজাফফর হাসান খান মজলিস বলেন, ২৭ বছর ধরে আমরা স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছি। আমরা চেষ্টা করি সব মানুষকে স্বাস্থ্যসেবা দিতে। বিশেষ করে সাংবাদিক মহলে স্বাস্থ্যসেবা সংক্রান্ত বেশ কিছু কার্যক্রম গ্রহণ করেছি। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ পিএলসির সঙ্গে আমরা চুক্তি করতে পেরে আনন্দিত।  

ইনসাফ বারাকাহ হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার হাফিজুর রহমান জানান, বারাকাহ ফাউন্ডেশনের পর থেকে ২০০ টাকা থেকে ৬০০ টাকার মধ্যে ঢাকা শহরে রোগীদের থাকার ব্যবস্থা রয়েছে। অসহায় ও দুস্থ রোগীর জন্য বিনামূল্যে ডায়ালাইসিসের ব্যবস্থাও রয়েছে। এ পর্যন্ত এক হাজার রোগী বিনামূল্যে ডায়ালাইসিস সুবিধা পেয়েছেন।

তিনি আরও জানান, দিগন্ত ক্যানসার হোমে দরিদ্র রোগীদের জন্য খুব কম খরচে থাকা, খাওয়া ও বিভিন্ন হাসপাতালে যাওয়া-আসার পরিবহন সুবিধা রয়েছে।

অনুষ্ঠানে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও বারাকাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মাদ আব্দুর রউফের মৃত্যুতে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৫
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।