ঢাকা: বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে গরিব-দুস্থ ৩৫ জন রোগীর বিনামূল্যে চোখের ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার অপারেশন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বসুন্ধরা আবাসিক এলাকার সাবরিনা সোবহান রোডে অবস্থিত বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে দিনব্যাপী বিনামূল্যে এ অপারেশন অনুষ্ঠিত হয়।
বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের অবৈতনিক পরিচালক ও ভিশন কেয়ার ফাউন্ডেশনের সভাপতি প্রফেসর ডা. মো. সালেহ আহমদের তত্ত্বাবধানে সার্জারিতে অংশ নেন ডা. অ্যান্থনি অ্যালবার্ট, ডা. আক্তার ফেরদৌসি জাহান, ডা. জেরিন পারভীন ও ডা. নুসরাত লুবনা ইসলাম।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ১৭ জানুয়ারি মানিকগঞ্জ জেলার সিংগাইরের বায়রা কলেজ ও সিংগাইর গার্লস হাই স্কুলে একটি ক্যাম্প অনুষ্ঠিত হয়। ওই কাম্পে মোট ৩ হাজার রোগীকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়। পরে তাদের মধ্যে থেকে ৩০০ জনকে ছানি, নেত্রনালি ও মাংস বাড়ার কারণে চোখ অপারেশনের জন্য নির্বাচিত করা হয়। যার প্রথম ধাপে বৃহস্পতিবার ৩৫ জন রোগীর অপারেশন করা হয়। এর মধ্যে ১৭ জন পুরুষ ও ১৮ জন নারী।
বিনামূল্যে অপারেশন সেবা নেওয়া আব্দুল সাত্তার শিকদার বলেন, অপারেশন করতে কোনো টাকা তো লাগেইনি, খাওয়া, থাকা, ওষুধ এগুলোরও কোনো খরচ লাগেনি। আল্লাহ এ ক্যাম্পের আয়োজকদের মঙ্গল করুক। আমার মতো গরিব মানুষের অনেক বড় উপকার হলো। আল্লাহ তাদের ভালো রাখুক।
কাশেম আলী নামে আরেক রোগী বলেন, বাড়ি থেকে আসা, অপারেশন, হাসপাতালে থাকা- কোনো কিছুর জন্যই টাকা লাগেনি। যারা এ অপারেশনের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের ভালো করুক।
এ বিষয়ে বসুন্ধরা আই হসপিটাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) মোহাম্মদ আহসান হাবীব বলেন, গরিব-দুস্থ ও অন্ধ রোগীদের চক্ষু চিকিৎসার সাহায্যার্থে এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুস্থদের সেবায় আগে থেকেই এ ধরনের প্রক্রিয়া চলে আসছে। সারা দেশে বিনামূল্যে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৩ হাজার ২৯০ জনের বেশি রোগীকে বিনামূল্যে অপারেশন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
এসসি/আরবি