ঢাকা বিশ্ববিদ্যালয়: আগামী ২০ মার্চের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ডাকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ ছাড়া এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানিয়েছে সংগঠনটি।
মঙ্গলবার (১১ মার্চ) বিকেলে এসব দাবিতে উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান বরাবর সংগঠনটির কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতারা স্মারকলিপি দেন। নির্ধারিত সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না হলে তারা কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন।
স্মারকলিপিতে বলা হয়, জুলাই পরবর্তী প্রেক্ষাপটে ডাকসুর জন্য ছাত্র সমাজের দাবি জোরালো হয়েছে। কিন্তু হতাশার বিষয় হলো, অভ্যুত্থানের সাত মাস পার হলেও ডাকসুর দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। স্বৈরাচার পতনের মাধ্যমে যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, তার নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় অগ্রণী ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চা নিশ্চিত করার মাধ্যমে নতুন বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের মডেল গড়ে তোলা সম্ভব হবে। বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ঐতিহ্য অক্ষুণ্ণ রাখতে এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখতে ডাকসু নির্বাচনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়ার কথাও স্মারকলিপিতে বলা হয়।
এর আগে বিকেল ৩টায় এই সংগঠনের নেতারা ডাকসু ভবনের সামনে একটি সংবাদ সম্মেলন করেন। ২০১৯ সালের পর বাংলাদেশে আর কোথাও ছাত্র সংসদ নির্বাচন হয়নি। তারা ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন দেওয়ার দাবি জানান।
সংবাদ সম্মেলনে গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার জানান, প্রতিষ্ঠানগুলোতে ছাত্রসংসদ গঠনের দাবিতে শিক্ষা উপদেষ্টা, ইউজিসি চেয়ারম্যান এবং স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যের কাছে তারা স্মারকলিপি দেবেন।
শিক্ষার্থীদের প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে শিক্ষাঙ্গনের যাবতীয় সংকট নিরসন হবে বলেও প্রত্যাশা করেন তিনি।
বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, মার্চ ১১, ২০২৪
এফএইচ/আরএইচ