ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

কৃষি

ঘূর্ণিঝড় দানার প্রভাবে নুয়ে পড়েছে ধান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
ঘূর্ণিঝড় দানার প্রভাবে নুয়ে পড়েছে ধান নুয়ে পড়েছে ধান।

নীলফামারী: ঘূর্ণিঝড় দানার প্রভাবে নীলফামারী জেলায় ব্যাপক ফসলের ক্ষতি হয়েছে। আমনের কলাপাকা ধান মাটিয়ে নেতিয়ে পড়েছে।

ফলে জেলার কৃষকদের ফসলের যে ক্ষতি হয়েছে তা কী পুষিয়ে নিতে পারবেন।  
 
জেলার ডোমার, ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ, সদর ও সৈয়দপুরে সম্প্রতি ঘূর্ণিঝড় দানার প্রভাবে কলাপাকা আমন ধান মাটিতে নেতিয়ে পড়েছে। এতে করে কৃষকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দানায় এই জনপদে ঝড় ও বৃষ্টির কারণে আবাদি আমন ধান মাটিতে পড়ে যায়। এবছর আমনের গাছ লকলকিয়ে বেড়ে উঠে। কৃষকরা আমনে স্বপ্ন বুনেন। কিন্তু সাম্প্রতিক ঝড় ও বৃষ্টিতে আমনের অপূরণীয় ক্ষতি হয়েছে।

নীলফামারী সদরের হাজীগঞ্জের কৃষক রানা জানান, তিনি তিন বিঘা জমিতে আমনের আবাদ করেন।  সার ও কীটনাশকে বেড়ে উঠে ফসলের ক্ষেত।  কিন্ত সাম্প্রতিক ঝড় ও বৃষ্টিতে ধানের গাছ মাটিতে শুয়ে পড়েছে। এতে কী আবাদ জানি না।    

এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মহসিন রেজা রূপম জানান, সাম্প্রতিক দানার প্রভাবে জেলায় ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে আমনে ক্ষতি নিরুপণে চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০২৪
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।