ঢাকা, মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩২, ২২ এপ্রিল ২০২৫, ২৩ শাওয়াল ১৪৪৬

কৃষি

যশোরে ফেরোমন ইন্ডাস্ট্রিজের মাঠ দিবস অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
যশোরে ফেরোমন ইন্ডাস্ট্রিজের মাঠ দিবস অনুষ্ঠিত

ঢাকা: যশোর জেলার চৌগাছা উপজেলার সলুয়া গ্রামে একটি ডেমো প্লটে ফেরোমন ইন্ডাস্ট্রিজ লিমিটেড (পিআইএল) আয়োজিত ধানের ওপর বায়োলিড পণ্যের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিআইএল ডিরেক্টর (সেলস অ্যান্ড মার্কেটিং) কে এম মনোয়ার হোসেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট সমাজসেবক মো. খোরশেদ আলম।

সরকারি কৃষি বিভাগের পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা গোলাম হোসেন।

স্থানীয় ডিলার হিসেবে উপস্থিত ছিলেন মো. মহাশীন আলী, মেসার্স মহাশীন ট্রেডার্স।

ডেমো কৃষক হিসেবে মাঠে অংশ নেন ওলিউর রহমান, যিনি বায়োলিড ব্যবহারের ফলে মাঠে আশানুরূপ ফলাফল পেয়েছেন বলে জানান।

পিআইএলের সিনিয়র মার্কেটিং অফিসার (যশোর টেরিটোরি) আব্দুর রহিম, ডেভলপমেন্ট অফিসার (যশোর টেরিটোরি)।

কৃষকদের সরাসরি অংশগ্রহণে আয়োজিত এই মাঠ দিবসে উপস্থিত কৃষকরা বায়োলিড পণ্যের কার্যকারিতা দেখে সন্তোষ প্রকাশ করেন এবং আগ্রহ প্রকাশ করেন মাঠে নিয়মিত ব্যবহারের।

বাংলাদেশ সময়: ০৯১৫ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০২৫
টিএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।