সরেজমিনে দেখা যায়, উপজেলার বিভিন্ন এলাকার শত শত একর জমির ধান পোকায় আক্রান্ত হয়ে পড়েছে। এক শ্রেণির পাতা মোড়ানো পোকা ধান গাছের ক্লোরোফিল ও সবুজ অংশ খেয়ে গাছ সাদা করে তুলছে।
উপজেলার কুঁড়িমারা গ্রামের কৃষক সিদ্দিক হোসেন বাংলানিউজকে জানান, রোপা আমন ক্ষেতে এবার যেভাবে পোকার আক্রমণ হয়েছে তা আগে কখনো হয়নি। কৃষি বিভাগের কর্মকর্তরা এ বিষয়ে আগে থেকে কোনো পদক্ষেপ না নেওয়ায় এবার কৃষকের ব্যাপক ক্ষতি হয়েছে।
হোসেনপুর উপজেলার কৃষি কর্মকর্তা মো. ইমরুল কায়েস বাংলানিউজকে জানান, এ বছর আট হাজার ৫০০ হেক্টর জমিতে রোপা আমনের চাষ করা হয়েছে। পোকা দমনের ব্যাপারে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৭
এনটি