ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

রংপুরে ৮ লাখ ইঁদুর নিধন!

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
রংপুরে ৮ লাখ ইঁদুর নিধন! ছবি: সংগৃহীত

রংপুর: রংপুর বিভাগের পাঁচ জেলায় গত মৌসুমে ৮ লাখ ৭ হাজার ৭শ’ ৬৯টি ইঁদুর নিধন করা হয়েছে। এতে রংপুর অঞ্চলে প্রায় ৬ হাজার ৫৮ দশমিক ২৬৭৫ মেট্রিক টন দানাদার শস্য সাশ্রয় হয়েছে। 

এ ইঁদুর নিধন অভিযানে অংশ নিয়েছে- কৃষিকর্মী, কৃষক, শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকাসহ মোট তিন লাখ ২৭ হাজার ১শ’ ১৩ জন।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর ও সদর উপজেলার যৌথ ব্যবস্থাপনায় ইঁদুর নিধন অভিযান-২০১৭ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া।

রংপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন- কৃষি সম্প্রসারণ অধিদফতরের রংপুর জেলার উপ-পরিচালক কৃষিবিদ স ম আশরাফ আলী, বিএডিসি’র (বীজ বিপণন) উপ-পরিচালক কৃষিবিদ ড. মো. সুলতানুল আলম প্রমুখ।
রংপুরে ৮ লাখ ইঁদুর নিধন- ছবি: বাংলানিউজ
অনুষ্ঠানে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট ও নীলফামারী জেলার কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক, অতিরিক্ত উপ-পরিচালকরাসহ (উদ্ভিদ সংরক্ষণ) রংপুর জেলার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, সকল উপজেলা কৃষি কর্মকর্তা, অতিরিক্ত কৃষি কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকতা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কৃষি কর্মকর্তা ও উপ-সহকারী কৃষি কর্মকর্তারা অংশগ্রহণ করেন।  

এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি), বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বিনা) আঞ্চলিক কেন্দ্রের কৃষি বিজ্ঞানী এবং বিএডিসির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৭
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।