ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কৃষি

লক্ষ্মীপুরে নবান্ন উৎসব উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩০ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
লক্ষ্মীপুরে নবান্ন উৎসব উদযাপন লক্ষ্মীপুরে নবান্ন উৎসব উদযাপন, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপিত হয়েছে।

বুধবার (১৫ নভেম্বর) অগ্রহায়ণের প্রথমদিন জেলা প্রশাসনের পক্ষ থেকে এ উৎসবের আয়োজন করা হয়।

সকালে লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকায় স্থানীয় কৃষকদের সঙ্গে ধান কেটে নবান্ন উৎসবের কার্যক্রম শুরু করেন জেলা প্রশাসক হোমায়রা বেগম।

পরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি র‌্যালি বের করা হয়।

র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জেলা প্রশাসক হোমায়রা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক শেখ মুর্শিদুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান, জেল বিএমএ সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি জাকির হোসেন ভূঁইয়া আজাদ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোদেজা খাতুন প্রমুখ।

পরে লক্ষ্মীপুর কালেক্টরেট স্কুলে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় পিঠা প্রদর্শন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০১৭
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।