ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কৃষি

কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১০ ঘণ্টা, নভেম্বর ২৭, ২০১৭
কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী কম্বাইন হাভেস্টার যন্ত্রের সাহায্যে ধান মাড়াই করা হচ্ছে

হবিগঞ্জ: হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের মেরাশানী মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে খামার যান্ত্রিকীকরণের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প ২য় পর্যায়ের আওতায় কম্বাইন হারভেস্টার যন্ত্রের প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস পালিত হয়েছে।

সোমবার (২৭ নভেম্বর) দুপুরে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। একইদিন ধানের উৎপাদন খরচ কমাতে যান্ত্রিক পদ্ধতিতে ধান মাড়াই করার বিষয়টিও প্রদর্শন করা হয়।

দুপুরে এ যন্ত্র ব্যবহার করে ধান কাটা শুরু হয়। এ সময় স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন।

মাঠ দিবস অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকতা (ইউএনও) মো. মোকলেছুর রহমান।

প্রধান অথিতির বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান।

উপ সহকারী কৃষি অফিসার অর্ধেন্দু দেব অসিত এর সঞ্চালনায় বক্তব্য রাখেন-ভাইস চেয়ারম্যান আ. আজিজ, ইউপি চেয়ারম্যান আরিফুর রহমান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, ২৭ নভেম্বর, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।