ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মুন্সীগঞ্জে সবজি ও বীজ প্রদর্শনী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
মুন্সীগঞ্জে সবজি ও বীজ প্রদর্শনী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের নাহাপাড়া খানকা শরীফ ময়দানে সবজি ও বীজ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) বিকেল ৫ টার দিকে এ অনুষ্ঠান হয়। লাল তীর সীড লিমিটেডের আয়োজনে এসময় হাইব্রীড বেগুন পার্পল কিং ও মরিচ সুপার নামে দুইটি বীজ প্রদর্শন করা হয়।

বজ্রযোগিনী ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য আব্দুল আউয়ালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় ইউনিয়নের উপ সহকারী কৃষি কর্মকর্তা সেলিম রেজা।

স্বাগত বক্তব্য রাখেন লাল তীর সীড লিমিটেডের শ্রীমঙ্গল বিভাগীয় ম্যানেজার তাপস চক্রবর্তী।

এর আগে লাল তীর সীডের চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু লাল তীর সীড লিমিটেডের টিয়া জাতের করলা, পার্পল কিং বেগুন, সুপার মরিচসহ বিভিন্ন প্রকার সবজির মাঠ প্রদর্শন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।