ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

ফাল্গুনী হাওয়ায় দুলছে চাষির স্বপ্ন

সাইফুর রহমান রানা, ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ফাল্গুনী হাওয়ায় দুলছে চাষির স্বপ্ন আমের শাখায় মুকুল-ছবি-বাংলানিউজ

রংপুর: ফাল্গুনী হাওয়ায় থোকায় থোকায় দুলছে আমের মুকুল। শীতের শেষে আম গাছের কচি ডগা ভেদ করে সবুজ পাতার ফাঁকে হলদেটে মুকুল গুচ্ছ যেনো হাসছে। বাগানের সুনসান নীরবতা চিরে একটানা গান শোনাচ্ছে মৌমাছি।

মুকুলের মৌ মৌ গন্ধে মৌমাছির গুনগুন শব্দে মুখরিত আম বাগান। কয়েক দিনের মধ্যে আমের মুকুল পরিনত হবে এক পরিপূর্ণ দানায়।

আমের মুকুলে কৃষকের আগামীর স্বপ্ন। সেই সোনালি স্বপ্নকে বুকে ধারণ করেই বাগান পরিচর্যায় ব্যস্ত রংপুরের বদরগঞ্জের আম চাষিরা।

সরেজমিনে রোববার (১৮ ফেব্রুয়ারি) উপজেলার বিভিন্ন আম বাগান ঘুরে এ চিত্রই চোখে পড়ে। দেখা যায়, কৃষকরা বাগানে পানি সেচের ব্যবস্থা করছেন, কেউবা ভিটামিন প্রয়োগ করছেন।  

কথা হয় উপজেলার রামনাথপুর ইউপির ঝাকুয়াপাড়া গ্রামের আম বাগান মালিক হাসান আল মাহামুদের সঙ্গে। তিনি বাংলানিউজকে জানান, এবার ৩০ বিঘা জমিতে আমের চাষ করেছেন। সবেমাত্র গাছে মুকুল আসতে শুরু করেছে। মুকুল রক্ষায় এ সময়টাতে ব্যাপক পরিচর্যা দরকার। তা না হলে আমের মুকুল নষ্ট হয়ে যাবে। তাই বাগানে পরিচর্যায় ব্যস্ত শ্রমিকরা।

তিনি আরো জানান, গত বছর আমি ৪৫ লাখ টাকার আম বিক্রি করেছি। আবহাওয়া অনুকূলে থাকলে এখন পর্যন্ত যে পরিমাণ মুকুল এসেছে, তাতে গত বছরের চাইতে বেশি টাকার আম বিক্রি করতে পারবো।

উপজেলার কালুপাড়া ইউপির আম বাগান মালিক মাহাফুজ ওয়াহিদ চয়নের জানান, আমার ২০ বিঘা জমিতে হাড়ি ভাঙ্গা জাতের আম বাগান রয়েছে। গত বছর ওই বাগান থেকে আমি ২০ লাখ টাকার আম বিক্রি করেছি।

ঠিকভাবে বাগান পরিচর্যা করতে পারলে কাঙ্খিত আম পাওয়া যাবে না। তাই কৃষি শ্রমিক নিয়ে বাগান পরিচর্যা করছেন বলেও জানান ওয়াহিদ চয়ন।

বদরগঞ্জ উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা কনক রায় জানান, গোটা উপজেলায় ৩৭৫ হেক্টর জমিতে আম বাগান রয়েছে। আম চাষ লাভজনক হওয়ায় এ উপজেলায় দিন দিন আমের চাষের চাহিদা বাড়ছে। ইতোমধ্যে আম বাগানে মুকুল হতে গুটি আসা শুরু হয়েছে। এখন পর্যন্ত আবহাওয়া অনুকূলে রয়েছে। আশা করছি এবারও আমের ফলন ভালো হবে।

বাংলাদেশ সময়: ০৮১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০১৮
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।