ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

কৃষি

সৈয়দপুরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
সৈয়দপুরে কৃষকের মধ্যে বীজ-সার বিতরণ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

নীলফামারী: কৃষি প্রণোদনার আওতায় নীলফামারীর সৈয়দপুরে ৮০০ কৃষকের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে সৈয়দপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয়ের সামনে এসব দেওয়া হয়।  

সৈয়দপুর উপজেলা কৃষি কর্মকর্তা হোমায়রা মণ্ডলের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদফতর নীলফামারীর উপ-পরিচালক আবুল কাশেম আজাদ।

 বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ কেরামত আলী।  

অনুষ্ঠানে ৮০০ কৃষকের প্রত্যেককে এক কেজি করে সরিষার বীজ, ২০ গ্রাম বিটি বেগুন বীজ, ২০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।