ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

কৃষি

কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
কুষ্টিয়ায় ৩ দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ কর্মশালা

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে দানা জাতীয় শস্যের আধুনিক জাত পরিচিতি, উৎপাদন প্রযুক্তি ও বালাই ব্যবস্থাপনা বিষয়ক ৩ দিনব্যাপি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২২ জানুয়ারি) থেকে উপজেলা কৃষি অফিসের প্রশিক্ষণ হলরুমে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) বিকেলে শেষ হয়। কুষ্টিয়া ও যশোর অঞ্চল কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় মিরপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

তিনদিনের এ প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ দেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ বিভূতি ভুষণ সরকার, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ সুশান্ত কুমার প্রামানিক, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ড. হায়াত মাহমুদ, কৃষিবিদ বিভাষ চন্দ্র সাহা, মিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রমেশ চন্দ্র ঘোষ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ সাবিহা সুলতানা প্রমুখ।

বৃহস্পতিবার বিকেলে এ কর্মশালা শেষে কৃষক-কৃষাণিদের মধ্যে সনদপত্র ও নগদ অর্থ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।