ঢাকা, শুক্রবার, ১৯ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কৃষি

ধামইরহাটে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
ধামইরহাটে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

নওগাঁ: সরকারের রাজস্ব তহবিল থেকে নওগাঁর ধামইরহাটে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও সরিষা বীজ বিতরণ করা হয়েছে।

শনিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

উপজেলার ৩৫ জন কৃষকের প্রত্যেককে দেড় কেজি বারি-১৪, ১৫ এবং ১৬ জাতের সরিষা বীজ, ৩৫ কেজি ইউরিয়া, ২৫ কেজি ট্রিপল সুপার ফসফেট  (টিএসপি), ২০ কেজি জিপসাম স্যার
দেওয়া হয়।

এসময় সেখানে উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গনপতি রায়, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সেলিম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।