ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

কৃষি

ঝালকাঠিতে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
ঝালকাঠিতে সরকারিভাবে আমন ধান সংগ্রহ শুরু

বরিশাল: ঝালকাঠিতে সরকারিভাবে কৃষকের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে আমন ধান সংগ্রহ শুরু হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে প্রথমদিন তিন কৃষকের কাছ থেকে ধান কেনার মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জোহর আলী।

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানিয়া ফেরদৌস, জেলা খাদ্যনিয়ন্ত্রক আবদুস ছালাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রিফাত সিকদার, ধান সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা গাজী মো. মাজাহারুল আনোয়ার উপস্থিত ছিলেন।

প্রথমদিনে কৃষক আবদুল কুদ্দুস, মো. মজলু খান ও মো. আবদুল আউয়ালের কাছ থেকে ৬ টন ধান সংগ্রহ করা হয়েছে।

ঝালকাঠি জেলায় আমন সংগ্রহের আওতায় তিন হাজার ৬৬৬ মেট্রিকটন ধান কেনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরমধ্যে সদর উপজেলায় ৯৭০ মেট্রিকটন, নলছিটি উপজেলায় ৯৮৬, রাজাপুর উপজেলায় ৮৩৩ ও কাঁঠালিয়া উপজেলায় ৭৭৭ মেট্রিকটন রয়েছে।  

ঝালকাঠি জেলায় এ বছর ৫০ হাজার হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এর মধ্যে ১১ হাজার হেক্টরে উচ্চফলনশীল জাত ও অবশিষ্ট জমিতে স্থানীয় জাতের আমন আবাদ করেছেন কৃষকরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৯
এমএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।