ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

গোপালগঞ্জে আমন ধান সংগ্রহ শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
গোপালগঞ্জে আমন ধান সংগ্রহ শুরু

গোপালগঞ্জ: গোপালগঞ্জে অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম ২০১৯-২০ শুরু হয়েছে। 

সোমবার (২০ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ সদর খাদ্য গুদামে মো. হুমায়ুন নামে এক কৃষকের কাছ থেকে ধান নিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদিকুর রহমান খান।

এসময় জেলা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শহিদুল্লাহ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বরকত উপস্থিত ছিলেন।

 

চলতি আমন সংগ্রহ মৌসুমে সদর উপজেলায় ৬৫৪ মেট্রিক টন এবং গোপালগঞ্জ জেলায় সর্বমোট ২ হাজার ২৭৬ মেট্রিক টন আমন ধান সংগ্রহ করা হবে বলে জানা গেছে। এতে কৃষক প্রতি কেজি ধানের দাম পাচ্ছেন ২৬ টাকা।

ইউএনও মো. সাদিকুর রহমান খান বাংলানিউজকে বলেন, গত বছর থেকে গোপালগঞ্জে ইউনিয়ন পর্যায়ে লটারির মাধ্যমে প্রথম ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হয়। এ বছর লটারি পদ্ধতিটিকে মডেল হিসেবে নিয়ে সারাদেশে ধান সংগ্রহ কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।