ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

কৃষি

মানিকছড়িতে ডেইরি-পোল্ট্রিশিল্পে চিকিৎসাসেবা ব্যাহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০২০
মানিকছড়িতে ডেইরি-পোল্ট্রিশিল্পে চিকিৎসাসেবা ব্যাহত গবাদিপশুর চিকিৎসাকেন্দ্র। ছবি: বাংলানিউজ

খাগড়াছড়ি: কৃষিনির্ভর জনপদ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় বিগত সময়ের চেয়ে বেশি মানুষ এখন ডেইরি ও পোল্ট্রিশিল্পে সম্পৃক্ত হয়েছেন। কিন্তু সেই তুলনায় উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তর চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছে।

জনবল ও আবাসিক সংকটে জর্জরিত প্রাণিসম্পদ অফিসে ছোট-বড় ১০ জন জনবলের পদ থাকলেও কর্মরত আছেন মাত্র চারজন।
 
এই স্বল্প সংখ্যক জনবল দিয়ে উপজেলার কয়েকশ পোল্ট্রি, দেড় শতাধিক ডেইরি খামার এবং কৃষিনির্ভর জনপদের ঘরে ঘরে গবাদিপশুর চিকিৎসাসেবা দেওয়া সম্ভব হচ্ছে না। ৩ দশমিক ৩৩ একর টিলা ভূমিতে বাশেঁর বেড়া ও টিনের ছাউনি বিশিষ্ট তিন কক্ষের ঘরে আধুনিক সেবা দেওয়া সত্যিই কষ্টকর হয়ে উঠেছে। ফলে কাঙ্ক্ষিত সেবা না পেয়ে ডেইরি ও পোল্ট্রি ব্যবসায় জড়িত কয়েক শত ক্ষুদ্র ও মাঝারি খামারিরা উৎসাহ হারাচ্ছেন।  
 
উপজেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. সুচয়ন চৌধুরী বাংলানিউজকে জানান, উপজেলার ছোট-বড় দেড় শতাধিক ডেইরি ও কয়েকশ পোল্ট্রি খামার সংশ্লিষ্ট উদ্যোক্তাদের পাশে থেকে সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর।
 
বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, সেপ্টেম্ব ২৩, ২০২০
এডি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।