ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

কৃষি

সৈয়দপুরে ব্লাকরাইস ধান চাষে কৃষকের চমক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
সৈয়দপুরে ব্লাকরাইস ধান চাষে কৃষকের চমক

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে এই প্রথম বিদেশি (ইন্দোনেশিয়ান) ব্লাকরাইস ধান চাষ করে সফলতা অর্জন করেছেন  মো. শফিকুল ইসলাম বাবু (৩৬) নামে এক কৃষক। তিনি নীলফামারীর সৈয়দপুর উপজেলার নিয়ামতপুর দেওয়ানিপাড়া গ্রামের কৃষক।

বিদেশি অনান্য এই চাল সহজে পাওয়া যায় না, কোথাও পাওয়া গেলেও দুর্লভ এই চালের কেজি ৮শ টাকা। উপজেলার মধ্যে এই প্রথম কৃষক শফিকুল ইসলাম বাবু পরীক্ষামূলকভাবে চাষ করেই সফলতা পেয়েছেন।

সরেজমিন দেখা যায়, কৃষক শফিকুল ২২ শতক জমিতে এ ধান চাষ করে এখন আশার আলো দেখছেন। উপজেলার মাটিতে প্রথমবারের মত বিদেশি এই ধানের চাষ আগ্রহ বাড়িয়েছে অনান্য কৃষকদের মাঝেও। ধানের বীজ ও চাষের বিষয়ে জানতে চাইলে শফিকুল জানান, এই ধান নিয়ে গণমাধ্যমে প্রতিবেদন দেখে ব্লাকরাইস সম্পর্কে জানতে পারি আমি। এরপর অনেক খোঁজাখুঁজির পর চট্টগ্রাম থেকে ধানের বীজ এনে চাষাবাদ শুরু করি। ৫০০ গ্রাম ধান এক হাজার টাকা নেয়। যার ১ কেজি চালের দামই ৮০০ টাকা। ধানের ফলন ভালো, অল্প সময়েই অধিক ফলন পাওয়া যায়। ৯০ দিন হলেই ধান কাটা যায়। এই ধানে সার ও বিষ ব্যবহার না করলেও চলে। পোকামাকড়ের কোনো বালাই নেই। ফলন প্রতি বিঘায় ১৮ থেকে ২০ মণ হতে পারে। এই ধানের (ব্লাক রাইস) বৈশিষ্ট্য হলো, এর গাছ, পাতা দেখতে স্বাভাবিক ধানগাছের মতো হলেও ধানের শিষ এবং চাল সবকিছুই লালচে কালো ও চিকন। এ চাল পুষ্টিগুণে ভরপুর। তাই এ চালের দামও বেশি। এমন একটি ধান সৈয়দপুরে প্রথম চাষ করতে পেরে আনন্দের যেন কমতি নেই কৃষক শফিকুল ইসলাম বাবুর।

জানা গেছে, এ ধানে প্রচুর পরিমানে অ্যান্টি অক্সিজেন থাকায় শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। ত্বক পরিষ্কার করে ও শরীর থেকে দূষিত পদার্থ বের করে ফুরফুরে রাখে। এতে থাকা ফাইবার হার্টকে রাখে সুস্থ। কালো চাল ডায়েবেটিস, স্নায়ুরোগ ও বার্ধক্য প্রতিরোধক।

এ বিষয়ে কথা হয় উপজেলা কৃষি কর্মকর্তা মমতা সাহার সঙ্গে। তিনি বলেন, ব্লাকরাইস ধান বিদেশি জাত। যদিও সরকারিভাবে দেশে এখনো এর চাষাবাদ শুরু হয়নি। সৈয়দপুরে এই জাতের ধানের চাষ এই প্রথম। ভালো ফিডব্যাক পেলে তা উপজেলার অনান্য জায়গাতেও চাষাবাদ করা হবে।

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।