ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

প্রধানমন্ত্রীর সঙ্গে দুবাই আ’লীগ সভাপতির সৌজন্য সাক্ষাত

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪
প্রধানমন্ত্রীর সঙ্গে দুবাই আ’লীগ সভাপতির সৌজন্য সাক্ষাত

দুবাই: প্রধানমন্ত্রী শেখ হাসিনার তিন দিনের সংযুক্ত আরব আমিরাত সফরকালে তার সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন দুবাই আওয়ামী লীগের সভাপতি হাজী শফিকুল ইসলাম।

সোমবার (২৭ অক্টোবর) শফিকুল ইসলাম প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন।



এসময় শফিকুল ইসলামের সহধর্মিণী শম্পা ইসলাম ও ছেলে সাকিবুল ইসলামসহ দুবাই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মহিন ও দপ্তর সম্পাদক মোহাম্মদ ইকবাল উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী শফিকুলের সঙ্গে দুবাইয়ে আওয়ামী লীগের অবস্থান সম্পর্কে জিজ্ঞসাবাদ ছাড়াও পারিবারিক কুশল বিনিময় করেন।

দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর মধ্যপ্রাচ্যে প্রথম সফরে শনিবার (২৫ অক্টোবর) আবুধাবি পৌঁছান শেখ হাসিনা। সংযুক্ত আরব আমিরাতে তিন দিনের সফর শেষে সোমবার (২৭ অক্টোবর) রাতে তিনি দেশে ফেরেন।

বাংলাদেশ সময়: ০৩৩৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ