ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আরব-আমিরাত

দুবাইয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী

মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, দুবাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
দুবাইয়ে যুবলীগের প্রতিষ্ঠা বার্ষিকী ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দুবাই: সংযুক্ত আরব আমিরাত আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দুবাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার কেজিএন রেস্টুরেন্টের হলরুমে আমিরাত যুবলীগ কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



সাধারণ সম্পাদক এস এম নিজামের পরিচালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংঠনিক সম্পাদক এস এম শফিকুল ইসলাম, আবুধাবী যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হোসেন, আবুধাবী যুবলীগের সভাপতি বশির ভুঁইয়া, শারজাহ যুবলীগের সভাপতি প্রকৌশলী এনামুল হক, দুবাই যুবলীগের আহ্বায়ক সমর সাহা, আজমান যুবলীগের সভাপতি আবুল কালাম ভুঁইয়া, উম্মে আল কুইন যুবলীগের সভাপতি সেলিম উদ্দিন চৌধুরী, রাস আল খাইমা যুবলীগের সভাপতি প্রকৌশলী সুবোধ চৌধুরী, সাধারণ সম্পাদক সহ আমিরাতের প্রতিটি প্রদেশিক কমিটির নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কেক কেটে জন্মবার্ষিকীর উৎসব পালন করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আরব-আমিরাত এর সর্বশেষ